সোমনাথ রায়, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী POSHAN প্রকল্পে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর ফলে ১১.২ লক্ষ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মিড-ডে মিল পাবে পড়ুয়ারা।
এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত চলবে এই প্রকল্পটি। এর জন্য কেন্দ্র খরচ করবে ৫৪,০৬১.৭৩ কোটি টাকা। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি খরচ করবে ৩১,৭৩৩.১৭ কোটি টাকা। এছাড়া আরও ৪৫ হাজার কোটি টাকা খাবার কিনতে পৃথকভাব খরচ করবে কেন্দ্রীয় সরকার। যার ফলে পুরো প্রকল্পটির বাজেট দাঁড়াবে ১,৩০,৭৯৪.৯০ কোটি টাকা।
এদিকে, ইতিমধ্যে আগেই গোটা দেশে চালু রয়েছে মিড-ডে মিল প্রকল্প। অনুরাগ ঠাকুর এদিন জানিয়ে দেন, এই প্রকল্পের পাশাপাশি মিড-ডে মিলও চালু থাকবে। এখানেই শেষ নয়, নিমাচ-রাতলাম রেললাইনের জন্য ১,০৯৫.৮৮ কোটি টাকা এবং রাজকোট-কানালুস রেললাইনের জন্য ১০৮০.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া ECGC লিমিটেডে আগামী ৫ বছরে ৪,৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র। যাতে রপ্তানিকারী এবং ব্যাংকগুলিও সাহায্য পাবে। এছাড়া এতে আরও ৫৯ লক্ষ নতুন কর্মসংস্থানও তৈরি হবে। এর পাশাপাশি ন্যাশনাল এক্সপোর্ট ইনস্যুওরেন্স অ্যাকাউন্টে আগামী ৫ বছরে ১৬৫০ কোটি টাকা অনুদানও দেবে কেন্দ্র।
Union Cabinet gives nod to start PM POSHAN scheme to provide mid-day meal to students of more than 11.2 lakh Govt and Govt-aided schools across the country. The scheme will run for 5 years & Rs 1.31 lakh crores will be spent: Union Minister Anurag Thakur pic.twitter.com/YfVB87B4jT
— ANI (@ANI) September 29, 2021
To support #Vocal4Local & fulfil the objectives of Aatmanirbhar Bharat initiative, #PMPOSHAN will involve FPOs & women SHGs in the implementation of the scheme. I thank PM @narendramodi ji for providing continuous support to achieve the goal of nutrition and quality education. pic.twitter.com/djqCf9fHuv
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 29, 2021
GoI will bear ₹99,061.73 crore, including cost of food grains for #PMPOSHAN over 5 years. Introduction of Tithi Bhojan, social audit,school nutrition gardens & several other measures will help in the effective implementation of the scheme and boost learning & nutrition outcomes. pic.twitter.com/ORtpGciYam
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 29, 2021
Under the #PMPOSHAN, mid-day meals have been extended to children of Balvatika in addition to children studying in class I to VIII in govt. and govt-aided schools across India. This will benefit about 11.80 crore children studying in 11.20 lakh schools. https://t.co/Nh1LO0C9ZD
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 29, 2021
To improve nutritional status, encourage education and learning, increase enrolments in schools and promote overall growth of children, PM Shri @narendramodi ji has approved the PM POshan SHAkti Nirman scheme for the next 5 years with a collective outlay of ₹ 1,31,000 crore. pic.twitter.com/S1S8HEMgi0
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 29, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.