সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই আগাম উৎসবে মাতলেন কেন্দ্রীয় সরকার কর্মচারীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরেক দফা বাড়ল। মূল বেতনের উপর ২ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করল কেন্দ্র। এর ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৫৪ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর৷
জানা গিয়েছে, ২০১৬-র পয়লা জুলাই থেকে এই মহার্ঘভাতা কার্যকর হবে। এর ফলে সরকারি কোষাগারে বার্ষিক বাড়তি ৫৬২২.১০ কোটি টাকার বোঝা চাপবে৷ তবে জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসের হিসাবে কেন্দ্রের খরচ হবে বাড়তি ৩৭৪৮.০৬ কোটি টাকা৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, গত ২৩ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৬ শতাংশ বাড়ানো হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.