সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জাতপাত নয়, এখন থেকে আর্থিক এবং সামাজিক ক্ষমতা যাচাইয়ের উপর নির্ভর করেই হবে সংরক্ষণ৷ সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ন্যাশনাল কমিশন ফর সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিএসএবিসি-কে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ একইসঙ্গে ভেঙে দেওয়া হল ন্যাশানাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসি-কে৷ এর ফলে জাঠ-সহ একাধিক তথাকথিত উচ্চবর্গীয়দের দীর্ঘদিনের দাবিদাওয়াও পূর্ণ হতে চলেছে এবার৷
মূলত জাতপাতের ভিত্তিতে অনগ্রসর শ্রেনীর তকমা দেওয়ার রেওয়াজই বন্ধ হবে এবার৷ সরকারের দাবি, চলতি বাজেট অধিবেশনেই নতুন এই সাংবিধানিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিলে সংসদের অনুমোদনও আদায় করে নেওয়া হবে৷ নতুন কমিশনের মাধ্যমে অনগ্রসর শ্রেণিভুক্ত হওয়ার জন্য সমাজের বিভিন্ন অংশের মানুষের দাবি-দাওয়া বিচার করবে সরকার৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, হরিয়ানার জাঠ বিক্ষোভ ধীরে ধীরে কেন্দ্রীয় সরকারের অন্যতম গলার কাঁটা হয়ে উঠছে৷
বস্তুত, গত কয়েকদিন ধরেই জাঠ বিক্ষোভের হুমকিতে রাতের ঘুম উড়ে গিয়েছে কেন্দ্র এবং দিল্লি পুলিশের৷ সোমবারই বিক্ষোভ আন্দোলনে রাজধানী অবরুদ্ধ করে দেওয়ার ডাক দিয়ে ছিল জাঠ নেতৃত্ব৷ তাঁদের দাবি, হরিয়ানায় জাঠদের হাতে মাত্র ৩০ শতাংশ কৃষিজমি রয়েছে৷ জাতপাতের নিরিখে উচ্চবর্গীয় হলেও শিক্ষা, চাকরি-সহ বিভিন্ন আর্থিক ও সামাজিক ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছেন তাঁরা৷ সেকারণেই অনগ্রসর শ্রেণিভূক্ত হয়ে সংরক্ষণের দাবিদার এবার জাঠেরাও৷ সরকারের এদিনের নতুন কমিশন গঠন সেই দাবির বাস্তবায়নের পথই সুগম করে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.