Advertisement
Advertisement

Breaking News

Kozhikode plane accident

বিপন্মুক্ত কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় জখম বাঙালি কেবিন ম্যানেজার

ওই ব্যক্তির নাম অভীক বিশ্বাস।

Avik Biswas was the only bengali who injured in Kozhikode plane accident
Published by: Soumya Mukherjee
  • Posted:August 8, 2020 5:43 pm
  • Updated:August 8, 2020 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপন্মুক্ত হলেন কেরলের কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের কেবিন ম্যানেজার অভীক বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে তিনিই একমাত্র বাঙালি ছিলেন বলে জানা গিয়েছে। ওই মর্মান্তিক দুর্ঘটনার পর তাঁকে হাসাপাতালে ভরতি করা হয়েছিল। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় (Kozhikode) -এর কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময়ে রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। এর ফলে এখনও পর্যন্ত IX-1344 নম্বরে ওই বিমানটির দুই পাইলট-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১২৩ জন। এদের মধ্যে বিমানটির চার জন ক্রু মেম্বার ললিত কুমার, অক্ষয় পাল সিং, অভীক বিশ্বাস এবং দশরা শিল্পা কাটরেও রয়েছেন। তাঁদের প্রত্যেকের অবস্থাই আগের থেকে ভাল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: চিনের অর্থনীতিতে জোর ধাক্কা দিতে নয়া প্যাঁচ! আমদানি শুল্ক বাড়াতে পারে কেন্দ্র ]

এদিকে শনিবারই কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সরকার ১০ লক্ষ টাকা করে দেবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। গুরুতর জখমদের দু’লক্ষ টাকা ও অল্প জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘ঘরে ফিরছি’, বিমানে বসে শেষ ফেসবুক পোস্ট, কয়েক ঘণ্টা পরই দুর্ঘটনায় মৃত কেরলের যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement