Advertisement
Advertisement

Breaking News

Cab driver was arrested for allegedly masturbating in front of a UK-based woman

বিদেশিনীর সামনে হস্তমৈথুন ক্যাব চালকের! তৎক্ষণাৎ বিমানের টিকিট কেটে ভারত ছাড়লেন মহিলা

ব্রিটিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই যুবক।

Cab driver was arrested for allegedly masturbating in front of a UK-based woman । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 5, 2022 11:20 am
  • Updated:September 5, 2022 11:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপ ক্যাবে বিদেশিনী ও তাঁর বন্ধু। ক্যাব চালাতে চালাতে মহিলার সামনেই হস্তমৈথুন! কেন এমন কাজ করছেন তিনি, প্রশ্ন করায় যাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশে অভিযোগ জানান ব্রিটিশ তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত অ্যাপ ক্যাবচালক। দিল্লির রাজপথের এই ঘটনায় কার্যত হতবাক হয়ে যান তিনি। তাই এই ঘটনার কিছুক্ষণের মধ্যে দেশ ছেড়ে চলে যান মহিলা। জামিনে মুক্তি পেয়েছে ওই অ্যাপ ক্যাবচালক।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত শুক্রবারের। লন্ডনের আইনজীবী ওই মহিলা সেদিনই এক বন্ধুর সঙ্গে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। তাঁরা দিল্লিতে থাকার পরিকল্পনা করেন। দক্ষিণ দিল্লিতে একটি পাঁচতারা হোটেল বুকও করেছিলেন। সেখান থেকে রাজস্থানে যাওয়ার ভাবনাচিন্তা করেছিলেন দু’জনে। বিমানবন্দরে দাঁড়িয়ে একটি অ্যাপ ক্যাব বুক করেন। নির্দিষ্ট সময়মতো অ্যাপ ক্যাব পেয়ে যান। তাতে চড়েও বসেন দু’জনে।

Advertisement

[আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই তৎপর ইডি-সিবিআই, রানিকুঠি ও সোদপুরে ২ ব্যবসায়ীর বাড়িতে জোর তল্লাশি]

কিছুটা রাস্তা যাওয়ার পর তাঁদের চোখের পড়ে অপ্রীতিকর ঘটনা। দেখেন, অ্যাপ ক্যাব চালক গাড়ি চালানোর ফাঁকে হস্তমৈথুন করতে ব্যস্ত। কিছুটা হতচকিত হয়ে যান দু’জনে। ওই অ্যাপ ক্যাব চালককে বাধা দেন। আর বাধা শুনেই কার্যত বিরক্ত হন অ্যাপ ক্যাব চালক। হস্তমৈথুন থামানো তো দূর, পরিবর্তে ওই বিদেশিনী এবং তাঁর সঙ্গীকে হুমকি দেয় অ্যাপ ক্যাব চালক।

এরপরই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন তাঁরা। পুলিশে অভিযোগ দায়ের করেন বিদেশিনী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় অ্যাপ ক্যাব চালক। অভিযুক্ত মাখনলাল, উত্তরপ্রদেশের লালগঞ্জের বাসিন্দা। যদিও পরে জামিনে মুক্তি পায় সে। এদিকে, এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে তৎক্ষণাৎ বিমানের টিকিট কেটে ভারত ছেড়ে চলে যান ব্রিটিশ তরুণী ও তাঁর সঙ্গী।

[আরও পড়ুন: প্রেমিকাকে লুকিয়ে অন্যত্র বিয়ে, ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেই প্রেমিকের বাড়ির সামনে ধরনা যুবতীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement