ফাইল ছবি।
বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু হবে। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
বৃহস্পতিবার দিল্লিতে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের আলোচনা চক্রে তিনি বলেছেন, “সিএএ (CAA) দেশের আইন। নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই তা কার্যকর হবে। কেউ আটকাতে পারবে না। সিএএ আইন নতুন কিছু নয়।” নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও নিশানা সেধেছেন তিনি।
তবে, ২০১৯ সালে আইনটি পাশ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও সরকার এখনও পর্যন্ত কেন আইনের ধারা তৈরি করতে পারেনি, তা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। একই অনুষ্ঠানে অভিন্ন দেওয়ানি বিধিকে ধর্মের সঙ্গে যুক্ত করা ভুল বলে মন্তব্যও করেছেন তিনি। এ প্রসঙ্গে শাহ বলেছেন, “এটি কেবল বিজেপির নয়, গোটা দেশের বিষয়। খুবই দুর্ভাগ্যজনক যে, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ধর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে। ধর্মনিরপেক্ষ দেশ চাইলে ধর্মভিত্তিক কোনও আইন থাকা উচিত নয়। তাই সবার জন্য সমান আইন থাকা জরুরি।”
এদিকে লোকসভা নির্বাচনে দক্ষিণের দিকে নজর রেখে অন্ধ্রপ্রদেশে তাদের পুরনো জোটসঙ্গী টিডিপি-র চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে জোটের বিষয়ে কথা চলছে। এদিনই শাহর সঙ্গে নায়ডুর দিল্লিতে বৈঠক হওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.