Advertisement
Advertisement

Breaking News

C V Ananda Bose

দ্রুত মিলবে রাজ্যের বকেয়া, মোদি-শাহের সঙ্গে সাক্ষাতের পর আশ্বাস রাজ্যপালের

রাজ্যের শাসকদলের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্র ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। রাজনৈতিক কারণে রাজ্যের প্রতি বঞ্চনা করা হচ্ছে।

C V Ananda Bose: WB governor assures of dues after meeting PM Modi and Amit Shah | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 2, 2024 12:02 pm
  • Updated:February 2, 2024 1:40 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে রেড রোডে ধরনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বকেয়া নিয়ে দিল্লিতে গিয়ে ‘অ্যাকশন’ দেখিয়ে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার দিনভর দিল্লিতে ছিলেন বোস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করছেন তিনি। তার পরই রাজ্যপালের দাবি, দ্রুত রাজ্যের বকেয়া সমস্যা মিটবে। যোগ্যরা বঞ্চিত হবেন না।

বুধবার রাতেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল বোস (C V Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছেন তিনি। পরে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে দেখা করেছেন বোস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয় তাঁর। তারপরই এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলার বকেয়া শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। বঙ্গবাসীকে ন্যায় পাইয়ে দিতে যা করার কেন্দ্রীয় সরকার করবে।

Advertisement

[আরও পড়ুন: কবীর সুমনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, এখন কেমন আছেন শিল্পী?]

ওই অডিও বার্তায় রাজ্যপালের বক্তব্য,”কেন্দ্র সরকারের কিছু নিয়ম আছে। রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু বিষয় জানতে চেয়েছে তারা। রাজ্য তার উত্তর দিচ্ছে। কেন্দ্রের সঙ্গে সহযোগিতা শুরু করেছে। আমি নিজেও কিছু বিষয় পর্যালোচনা করেছি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করেছি। কেন্দ্রীয় সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে, তা মানতে হবে। যোগ্যরা বঞ্চিত হবেন না। দ্রুত মিটিয়ে দেওয়া হবে রাজ্যের বকেয়া।”

[আরও পড়ুন: জল পড়ছে, পলেস্তারা খসছে! লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়লেন নিক-প্রিয়াঙ্কা, মামলাও দায়ের করলেন]

রাজ্যের শাসকদলের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্র ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। রাজনৈতিক কারণে রাজ্যের প্রতি বঞ্চনা করা হচ্ছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল গিয়েও রাজ্যপালের কাছে এ নিয়ে নালিশ করেছিল। সেবারেও দিল্লিতে দরবার করেন বোস। তবে এবার যেভাবে মুখ্যমন্ত্রীর ধরনার ঠিক আগে তিনি দিল্লি চলে গেলেন, সেটা বেশ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement