Advertisement
Advertisement

Breaking News

উপনির্বাচনেও ঝড় তুলল বিজেপি, দিল্লিতে হারল আপ

দিল্লিতে এই উপনির্বাচনে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি৷

Bypoll results: BJP wins Delhi, Assam, Madhya Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 10:29 am
  • Updated:November 15, 2019 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পর উপনির্বাচনেও ঝড় তুলল বিজেপি৷ পশ্চিমবঙ্গ, কর্নাটক, ঝাড়খণ্ড ছাড়া বাকি পাঁচ রাজ্যের উপনির্বাচনে এগিয়ে নরেন্দ্র মোদির দল৷ এর মধ্যে দিল্লির রাজৌরি গার্ডেন, অসম ও হিমাচল প্রদেশের আসনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের জয় ঘোষণা হয়েছে৷ মধ্যপ্রদেশের বান্ধবগড় আসন ও রাজস্হানের ঢোলপুরে এগিয়ে রয়েছে বিজেপি৷ কর্নাটকের দু’টি আসনেই এগিয়ে কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য৷ ঝাড়খণ্ডে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা৷

সম্প্রতি দিল্লি, রাজস্থান, পশ্চিমবঙ্গ, অসম, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ডে একটি করে আসনে উপনির্বাচন হয়েছিল৷ কর্নাটক, মধ্যপ্রদেশে দু’টি আসনে ভোট হয়৷ বৃহস্পতিবার এই আসনগুলির ফল ঘোষণা চলছে৷ যদিও জম্মু-কাশ্মীরের শ্রীনগর লোকসভা কেন্দ্রে কম ভোট পড়া ও অশান্তির জন্য ৯ এপ্রিলের ভোট বাতিল করে এদিন ফের নির্বাচন হচ্ছে৷ ৩৮টি বুথ ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ অন্যদিকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় ইভিএম কারচুপির অভিযোগে বিএসপির করা মামলায় এদিন নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ডি ডি প্যাট চালুর দাবি তুলেছিলেন বসপা নেত্রী মায়াবতী৷ এদিন শীর্ষ আদালত নির্বাচন কমিশন ও কেন্দ্রের কাছে জানতে চায়, ডি ডি প্যাট চালু করতে তারা কী পদক্ষেপ করেছে?

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নিজের কেন্দ্র ঢোলপুরে বিধানসভা উপনির্বাচনে বিজেপি বড় ব্যবধানে জয় পাবে তা নিয়ে নিশ্চিত দলের কর্মী-সমর্থকরা৷ অন্যদিকে দিল্লিতে এই উপনির্বাচনে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি৷ দিল্লির রাজৌরি গার্ডেনে নির্বাচন ফলে তৃতীয় স্থানে রয়েছে কেজরির দল৷ বিজেপি-শিরোমণি অকালি দলের প্রার্থী মঞ্জিনদর সিং সিরসা এই আসনটিতে জয়ী হয়েছেন৷ দিল্লিতে পুর ভোটের আগে আপের পরাজয় কেজরির দলকে রাজধানীর রাজনীতিতে আরও কোণঠাসা করে দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement