সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পর উপনির্বাচনেও ঝড় তুলল বিজেপি৷ পশ্চিমবঙ্গ, কর্নাটক, ঝাড়খণ্ড ছাড়া বাকি পাঁচ রাজ্যের উপনির্বাচনে এগিয়ে নরেন্দ্র মোদির দল৷ এর মধ্যে দিল্লির রাজৌরি গার্ডেন, অসম ও হিমাচল প্রদেশের আসনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের জয় ঘোষণা হয়েছে৷ মধ্যপ্রদেশের বান্ধবগড় আসন ও রাজস্হানের ঢোলপুরে এগিয়ে রয়েছে বিজেপি৷ কর্নাটকের দু’টি আসনেই এগিয়ে কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য৷ ঝাড়খণ্ডে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা৷
Madhya Pradesh(Ater assembly seat): Congress’s Hemant Katare extends lead over BJP’s Arvind Bhadoria by 4565 votes #Bypolls
— ANI (@ANI_news) April 13, 2017
সম্প্রতি দিল্লি, রাজস্থান, পশ্চিমবঙ্গ, অসম, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ডে একটি করে আসনে উপনির্বাচন হয়েছিল৷ কর্নাটক, মধ্যপ্রদেশে দু’টি আসনে ভোট হয়৷ বৃহস্পতিবার এই আসনগুলির ফল ঘোষণা চলছে৷ যদিও জম্মু-কাশ্মীরের শ্রীনগর লোকসভা কেন্দ্রে কম ভোট পড়া ও অশান্তির জন্য ৯ এপ্রিলের ভোট বাতিল করে এদিন ফের নির্বাচন হচ্ছে৷ ৩৮টি বুথ ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ অন্যদিকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় ইভিএম কারচুপির অভিযোগে বিএসপির করা মামলায় এদিন নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ডি ডি প্যাট চালুর দাবি তুলেছিলেন বসপা নেত্রী মায়াবতী৷ এদিন শীর্ষ আদালত নির্বাচন কমিশন ও কেন্দ্রের কাছে জানতে চায়, ডি ডি প্যাট চালু করতে তারা কী পদক্ষেপ করেছে?
Congress’s MC Mohan Kumari wins Karnataka’s Gundlupet assembly bypoll with a margin of 10,877 votes. pic.twitter.com/8t2uorEWUx
— ANI (@ANI_news) April 13, 2017
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নিজের কেন্দ্র ঢোলপুরে বিধানসভা উপনির্বাচনে বিজেপি বড় ব্যবধানে জয় পাবে তা নিয়ে নিশ্চিত দলের কর্মী-সমর্থকরা৷ অন্যদিকে দিল্লিতে এই উপনির্বাচনে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি৷ দিল্লির রাজৌরি গার্ডেনে নির্বাচন ফলে তৃতীয় স্থানে রয়েছে কেজরির দল৷ বিজেপি-শিরোমণি অকালি দলের প্রার্থী মঞ্জিনদর সিং সিরসা এই আসনটিতে জয়ী হয়েছেন৷ দিল্লিতে পুর ভোটের আগে আপের পরাজয় কেজরির দলকে রাজধানীর রাজনীতিতে আরও কোণঠাসা করে দিল৷
Madhya Pradesh bypolls: BJP’s Shivnarayan Singh wins from Bandhavgarh with a margin of 25476 votes. pic.twitter.com/D1NwnugUFe
— ANI (@ANI_news) April 13, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.