সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার জিন্দ উপনির্বাচনে ইতিহাস গড়ল বিজেপি। এই প্রথমবার জিন্দ কেন্দ্রটি দখল করল গেরুয়া শিবির। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রটি হরিয়ানার স্থানীয় দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের দখলে ছিল। কিন্তু পারিবারিক গোলযোগে আইএনএলডি এখন বিভক্ত। অন্যদিকে, এই কেন্দ্র কংগ্রেসের তেমন শক্তি না থাকলেও এবারে হেভিওয়েট প্রার্থী দিয়েছিল হাত শিবির। প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ তথা কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। উপনির্বাচনে তৃতীয় স্থান পেল কংগ্রেস। জয়ী হলেন বিজেপি প্রার্থী কৃষাণ মিধা। দ্বিতীয় স্থানে প্রাক্তন আইএনএলডি নেতা তথা জননায়ক জনতা পার্টির প্রার্থী দিগ্বিজয় সিং চৌটালা। রণদীপ সূরজেওয়ালা রয়েছেন তৃতীয় স্থানে।
হরিয়ানায় ধাক্কা খেলেও কংগ্রেসকে স্বস্তি দিচ্ছে রাজস্থানের খবর। সদ্য এই রাজ্যে সরকার গড়েছে কংগ্রেস। এবার উপনির্বাচনেও সাফল্য পেল রাহুল গান্ধীর দল। রামগড় উপনির্বাচনে বিজেপি প্রার্থী সুখওয়ান্ত সিংকে ১২ হাজার ২২৮ ভোটে হারিয়ে দিয়েছেন কংগ্রেসের সাফিয়া খান। এর ফলে ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় এখন কংগ্রেসের হাতে রইল ১০০ জন বিধায়ক। এর ফলে ছোট দলগুলির উপর নির্ভরতা কমল গেহলট সরকারের।
লোকসভার আগে এই দুই উপনির্বাচনকে পাখির চোখ করেছিল দুই শিবিরই। হরিয়ানায় বিশেষ গুরুত্ব দিয়েছিল কংগ্রেস। সেকারণেই প্রার্থী করা হয়েছিল হেভিওয়েট সূরজেওয়ালাকে। এমনিতে সূরজেওয়াল কৈথাল কেন্দ্রের বিধায়ক। কিন্তু, লোকসভার আগে প্রভাব বাড়াতে তাঁকে দাঁড় করান রাহুল। তাতেও শেষরক্ষা হল না হাত শিবিরের। বিজেপির দাবি, এই ফলাফলে আবারও হরিয়ানায় কংগ্রেসের সংগঠনের দৈন্যদশা প্রকাশ্যে চলে এল। অন্যদিকে, রাজস্থানের এই হার বিজেপির উপর চাপ আরও বাড়াবে। অন্যদিকে, রাজস্থানের এই হার বিধানসভার পরে চাপ আরও বাড়াবে বসুন্ধরা রাজের উপর। আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরও খানিকটা চাঙ্গা হল কং-শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.