সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার ঘুরপথে সংসদে অরবিন্দ কেজরিওয়াল? বুধবার লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসাবে সঞ্জীব অরোরার নাম ঘোষণা করল আম আদমি পার্টি। তিনি বর্তমানে আপের রাজ্যসভার সাংসদ। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সঞ্জীবের শূন্যস্থানে রাজ্যসভার ঘুরপথে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সংসদে ফেরাতে চাইছে দল।
এখনও পর্যন্ত লুধিয়ানা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। অনুমান করা হচ্ছে, চলতি বছরে নভেম্বর মাসে বিহার বিধানসভা ভোটের সঙ্গে লুধিয়ানায় উপনির্বাচন হতে চলেছে। অন্যদিকে ২৭ বছর পর দিল্লিতে বিজেপির কামব্যাক এবং আপের ভরা ডুবির পরে সবেধন নীলমণি পাঞ্জাব নিয়ে বাড়তি উদ্যম দেখাচ্ছে কেজরির দল। সেই কারণেই আট মাস আগেই উপনির্বাচন নিয়ে ঘুঁটি সাজানো শুরু হয়েছে। দ্বিতীয়ত, সঞ্জীব অরোরাকে লুধিয়ানায় প্রার্থী করে রাজ্যসভার ঘুরপথে কেজরিকে সংসদে ফেরাতে চাইছে দল।
যদিও আপ নেতা নীল গর্গের দাবি কেজরিকে রাজ্যসভায় আনার বিষয়টি বিরোধী দলগুলির অপপ্রচার। তিনি বলেন, “সঞ্জীব ভালো কাজ করেছে বলেই তাকে লুধিয়ানা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। কেজরি রাজ্যসভায় যাবেন এটা বিজেপি, কংগ্রেসের মিথ্যেপ্রচার। আমরা এই মুহূর্তে উপনির্বাচন নিয়ে ব্যস্ত, তার পর রাজ্য সভা। ” উল্লেখ্য, কেজরিকে জল্পনা বাড়ে কংগ্রেস নেতা প্রতাপ সিংয়ের মন্তব্যে। তিনি বলেন, কেজরিওয়াল পাঞ্জাবের পেতে ক্ষমতায় ফিরতে চাইছেন। তার জন্য রাজ্যসভার সদস্য়দের পদ ছাড়তে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.