Advertisement
Advertisement

Breaking News

মাঝ আকাশে মহিলা সহযাত্রীর স্তনে হাত দিল ব্যক্তি…তারপর?

বিমানে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে৷

Business-class flyer gropes woman on flight
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 7, 2017 5:08 pm
  • Updated:August 21, 2020 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের মধ্যেই মহিলার সহযাত্রীর শ্লীলতাহানি করল এক ব্যক্তি৷ এয়ার ইন্ডিয়ার ওই যাত্রী মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে এই ব্যবহার করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, আমেরিকাগামী ওই বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিল ওই অভিযুক্ত৷ কিন্তু সে কাজের অজুহাতে ইকোনমিক ক্লাসে সফর করতে চায়৷ নিগৃহীতা মহিলাও ইকোনমিক ক্লাসেই সফর করছিলেন বলে জানা গিয়েছে৷

মহিলা জানিয়েছেন, বিমান সফরের সময় নিজের সিটেই ঘুমিয়ে পড়েছিলেন মহিলা৷ সেই সময় খারাপভাবে তাঁর শরীরে স্পর্শ করে ওই ব্যক্তি৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি মহিলার স্তনে হাত দেয়৷ এই ঘটনায় ঘুম ভেঙে যায় মহিলার৷ তিনি ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সেখান থেকে সরিয়ে দিয়ে বিমানকর্মীদের কাছে অভিযোগ জানান৷ এরপর বিমানটি মার্কিন মুলুকে পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ৷

Advertisement

গত ২১ ডিসেম্বর রাত দুটো নাগাদ মুম্বই থেকে আমেরিকাগামী বিমান AL 191- এ এই ঘটনাটি ঘটে৷ এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বিমানে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যাত্রী নিরাপত্তা বাড়াতে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে এয়ার ইন্ডিয়া, সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছে৷

(ছবি প্রতীকী)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement