সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উপত্যকায় জঙ্গি হামলা! সন্ত্রাসবাদীদের গুলি তীর্থযাত্রী বোঝাই বাসে। বাসটি গড়িয়ে খাদে পড়ে গিয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা। স্থানীয়রা ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছেন বলে জানা গিয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অ্যাম্বুল্যান্স। পুলিশ, সেনা ও আধাসেনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
A bus rolls down a gorge in Jammu & Kashmir’s Reasi. Details awaited.
— ANI (@ANI) June 9, 2024
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি উপত্যকার রিয়াসি জেলায় শিবখোডা মন্দির থেকে ফিরছিল কাতরায়। সেই সময় আচমকাই জঙ্গিরা বাসটিতে হামলা চালায়। রাজৌরি, পুঞ্চ ও রিয়াসিতে লুকিয়ে ছিল তারা। এদিন সন্ধ্যায় বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিক ভাবে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩ জুন উপত্যকায় বড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কমান্ডার। মৃত দুই জঙ্গি পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.