সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ স্বাধীন হয়েছে প্রায় সত্তর বছর হতে চলল৷ এতদিনে বাসের দেখা পেল উত্তরাখণ্ডের চামোলি জেলার শিলপাটা গ্রাম৷ প্রথমবার বাস চলল গ্রামের রাস্তায়৷ সৌজন্যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা৷ যাতে শিলপাটা থেকে ২১ কিলোমিটার বাস রাস্তা জুড়ল গ্রামের তেহসিল হেডকোয়ার্টার আদি বদরির সঙ্গে৷
গ্রামের পথে প্রথম বাসের দেখা পেয়ে আনন্দে আপ্লুত গ্রামবাসীরা৷ বয়স্কদের আক্ষেপ, আরও আগে হয়ে যেতে পারত এই বাস রাস্তা৷ লাল ফিতের ফাঁসে পড়ে এতদিন আটকে ছিল৷ হাটে-বাজারে, হাসপাতালের মতো প্রয়োজনীয় স্থানগুলিতে যেতেও হাঁটা ছাড়া কোনও বিকল্প উপায় ছিল না এতদিন৷ তবে, দেরিতে হলেও স্বপ্ন পূরণ হয়েছে৷ তাই স্বস্তিতে গ্রামবাসীরা৷
উত্তরাখণ্ড পরিবহন নিগমের তত্ত্বাবধানে চলবে এই বাস৷ বাস রাস্তা তৈরির দায়িত্বে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিএস রাওয়াত৷ বন্ধুর এই পার্বত্য এলাকায় রাস্তা তৈরি করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল৷ তবে, মাত্র ১৮ মাসের মধ্যেই তা করা গিয়েছে বলে খুশি তিনি৷
গ্রামের প্রথম বাসকে স্বাগত জানানো হয় ধুমধাম করেই৷ স্থানীয়রা লোকনৃত্যের মাধ্যমে অভিনন্দন জানান নতুন পথের সাথীকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.