Advertisement
Advertisement

Breaking News

বেঙ্গালুরুতে এবার শ্লীলতাহানির শিকার বোরখা পরিহিতা যুবতী

এখনও মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তুলবেন তো?

Burqa clad woman assaulted in wee hours, attacker caught on camera
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 7, 2017 1:26 pm
  • Updated:January 7, 2017 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই একাধিক শ্লীলতাহানির ঘটনায় শিরোনামে রয়েছে বেঙ্গালুরু৷ বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানির ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে। সেদিনই বেঙ্গালুরুর অন্য এক অঞ্চলে এক যুবতীর শ্লীলতাহানি করে দুই যুবক৷ বেঙ্গালুরুর ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর থেকেই মহিলাদের পোশাক এবং বেশি রাতে একা চলাফেরা নিয়ে বহু তরজা হয়েছে৷ কিন্তু সম্প্রতি বেঙ্গালুরুর আরও এক শ্লীলতাহানির ঘটনা এই ধরনের যাবতীয় বক্তব্যের উপর রেখে গিয়েছে মস্ত বড় এক প্রশ্নচিহ্ন৷

2c7b0bd76e8b7673362c024d6dcaf2818a19572e-tc-img-preview

Advertisement

এবার বেঙ্গালুরুতে শুক্রবার ভোরে এক যুবতীর শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে এল৷ বোরখা পরা মুসলিম সম্প্রদায়ের এক মহিলার সঙ্গে ঘটা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শুক্রবার ভোর ৬.৩০ নাগাদ কেজি হাল্লি বাসস্টপে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন যুবতী৷ ঠিক সেই সময়ই এক যুবক তাঁর শ্লীলতাহানি করে৷ যুবতীকে শ্লীলতাহানি করার পাশাপাশি তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ করেছেন ওই যুবতী৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাস স্টপে যখন যুবতী যাচ্ছেন তখন তাঁর পিছু নিয়েছিল ওই যুবক৷ আর এরপরেই যুবতীর উপর চড়াও হয় সে৷ সম্মান বাঁচাতে ওই যুবতী চিৎকার করতে শুরু করলে সেখানে লোকজন জড়ো হয়ে যায়৷ আর এরপরেই যুবতী ফোন করে ঘটনাস্থলে বাড়ির সদস্যদের ডেকে নিয়ে আসেন৷

যুবতীর পরিবার কেজি হাল্লি থানায় অভিযোগ দায়ের করে৷ পাশাপাশি তাঁদের পক্ষ থেকে ঘটনাটির সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে৷ পুলিশের অনুমান, অভিযুক্ত স্থানীয় এলাকারই বাসিন্দা৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে৷

নজরদারি চালিয়েই তরুণীর শ্লীলতাহানি বেঙ্গালুরুতে, গ্রেফতার ৪

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement