সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই একাধিক শ্লীলতাহানির ঘটনায় শিরোনামে রয়েছে বেঙ্গালুরু৷ বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানির ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে। সেদিনই বেঙ্গালুরুর অন্য এক অঞ্চলে এক যুবতীর শ্লীলতাহানি করে দুই যুবক৷ বেঙ্গালুরুর ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর থেকেই মহিলাদের পোশাক এবং বেশি রাতে একা চলাফেরা নিয়ে বহু তরজা হয়েছে৷ কিন্তু সম্প্রতি বেঙ্গালুরুর আরও এক শ্লীলতাহানির ঘটনা এই ধরনের যাবতীয় বক্তব্যের উপর রেখে গিয়েছে মস্ত বড় এক প্রশ্নচিহ্ন৷
এবার বেঙ্গালুরুতে শুক্রবার ভোরে এক যুবতীর শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে এল৷ বোরখা পরা মুসলিম সম্প্রদায়ের এক মহিলার সঙ্গে ঘটা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শুক্রবার ভোর ৬.৩০ নাগাদ কেজি হাল্লি বাসস্টপে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন যুবতী৷ ঠিক সেই সময়ই এক যুবক তাঁর শ্লীলতাহানি করে৷ যুবতীকে শ্লীলতাহানি করার পাশাপাশি তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ করেছেন ওই যুবতী৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাস স্টপে যখন যুবতী যাচ্ছেন তখন তাঁর পিছু নিয়েছিল ওই যুবক৷ আর এরপরেই যুবতীর উপর চড়াও হয় সে৷ সম্মান বাঁচাতে ওই যুবতী চিৎকার করতে শুরু করলে সেখানে লোকজন জড়ো হয়ে যায়৷ আর এরপরেই যুবতী ফোন করে ঘটনাস্থলে বাড়ির সদস্যদের ডেকে নিয়ে আসেন৷
যুবতীর পরিবার কেজি হাল্লি থানায় অভিযোগ দায়ের করে৷ পাশাপাশি তাঁদের পক্ষ থেকে ঘটনাটির সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে৷ পুলিশের অনুমান, অভিযুক্ত স্থানীয় এলাকারই বাসিন্দা৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.