Advertisement
Advertisement

তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা

পোস্টটি Like/Share করে ছড়িয়ে দিন গোটা দেশে...

Burj Khalifa lights up in the tiranga, on eve of Crown Prince attend'g India's Republic Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 4:06 pm
  • Updated:January 25, 2017 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফাকে তেরঙার রঙে সাজানো হল বুধবার। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ সেই ছবি এদিন টুইট করেছেন৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এবছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছেন আবুধাবির রাজপুত্র শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান। সেই ঘটনাকে সামনে রেখে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে ও সম্মান জানাতে বুর্জ খলিফাকে ভারতের পতাকার রঙে রাঙানো হল। ২৫ ও ২৬ তারিখ এভাবেই আলোকিত হয়ে থাকবে বিশ্বের সবচেয়ে উচ্চতম ইমারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement