Advertisement
Advertisement

দায়িত্ব পালনে ‘ব্যর্থ’, সরানো হল বুলন্দশহরের ৩ পুলিশ আধিকারিককে

বুলন্দশহর কাণ্ডে মূল অভিযুক্ত জিতু ফৌজিকে আটক করেছে পুলিশ৷

Bulandshahr top cop removed
Published by: Sayani Sen
  • Posted:December 8, 2018 5:32 pm
  • Updated:December 8, 2018 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলন্দশহর কাণ্ডের ছ’দিন পর বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের৷ সরিয়ে দেওয়া হল বুলন্দশহরের পুলিশ সুপার কৃষ্ণ বাহাদুর সিংকে৷ ডিজিপি হেডকোয়ার্টারে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে৷ এছাড়াও দু’জন পুলিশ আধিকারিককেও অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগেই জেলা পুলিশে এহেন রদবদল৷ 

[পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেনা, বুলন্দশহর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়]

যোগীর রাজ্যে গোহত্যা৷ একথা চাউর হতে না হতেই গত সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বুলন্দশহর৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়৷ ঘটনাস্থলে মারা যান পুলিশ আধিকারিক সুবোধ কুমার সিং-সহ দু’জন৷ পুলিশ খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নাম জড়ায় যোগেশ রাজের৷ যদিও একটি ভিডিও প্রকাশ করে নিজেকে নির্দোষ বলে দাবি করে সে৷ ইতিমধ্যেই পুলিশের হাতে আসা ভিডিওর সূত্র ধরে ঘটনার মূলচক্রী হিসাবে উঠে এসেছে জিতু ফৌজির নাম৷ বুলন্দশহরের বাসিন্দা জিতু৷ শ্রীনগরে সেনা জওয়ানের পদে কাজ করে সে৷ পুলিশের দাবি, আধিকারিক সুবোধ কুমার সিংকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জিতু, ভিডিওতে নাকি মিলেছে সেই প্রমাণ৷ যদিও জিতুর পরিবারের লোকজনেরা পুলিশের দাবি মানতে নারাজ৷ বুলন্দশহর কাণ্ডের দিন জিতু কার্গিলে ছিল বলেই দাবি জওয়ানের মায়ের৷ ইতিমধ্যেই শ্রীনগরে হানা দিয়ে জিতুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ সূত্রের খবর, জিতুকে নাকি আটক করা হয়েছে৷ যদিও পুলিশের তরফে এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি৷

Advertisement

[বুলন্দশহর কাণ্ডের রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন যোগী]

বুলন্দশহর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়৷ ঘটনার ছ’দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত নিল প্রশাসন৷ পুলিশ সুপার কৃষ্ণ বাহাদুর সিংকে লখনউয়ের ডিজিপি হেডকোয়ার্টারে সরিয়ে দেওয়া হয়েছে৷ সত্যপ্রকাশ শর্মা এবং সুরেশ কুমার নামে আরও দুই পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে৷ এবার থেকে মোরদাবাদের পুলিশ প্রশিক্ষণ কলেজের দায়িত্ব সামলাবেন পুলিশ আধিকারিক সত্যপ্রকাশ শর্মা৷ ললিতপুরের পুলিশ চৌকিতে পাঠিয়ে দেওয়া হয়েছে সুরেশ কুমারকে৷ পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এদিকে, বুলন্দশহর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement