সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ি। ঘটনায় ১ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ১০ জন চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরা সকলেই ওই নির্মীয়মাণ বহুতলের ঠিকা শ্রমিক। বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের নানাকরমগুদা এলাকায় ঘটেছে এই ঘটনা।
সূত্রের খবর, আইটি হাব তৈরির জন্য এই বহুতল নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গিয়েছিলই বলে জানা গিয়েছে। এই বহুতলে রঙ করার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ নির্মীয়মান এই বহুতলটি হঠাৎই ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পুরসভা ও দমকল কর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ।
স্থানীয়রা জানাচ্ছেন, সত্যনারায়ণ সিং নামে এক ব্যক্তি আড়াই হাজার বর্গফুট এলাকার মধ্যে এই বহুতলটি নির্মাণ করছিলেন। বিল্ডিং এর মধ্যে নির্মাণকর্মী ও তাঁদের পরিবার ছিল বলে জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.