Advertisement
Advertisement
Uphaar Fire

উপহার অগ্নিকাণ্ড: ৭ বছরের জেল দুই ব্যবসায়ী ভাইয়ের, দিতে হবে মোটা টাকা জরিমানাও

দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলার সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ ওঠে।

Builder brothers Sushil, Gopal Ansal get 7 years Jail in Uphaar Fire | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 8, 2021 4:55 pm
  • Updated:November 8, 2021 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির উপহার সিনেমা হলে (Delhi Uphaar Cinema Hall Fire Case) অগ্নিকাণ্ড মামলায় মূল দুই অভিযুক্তের সাজা ঘোষণা করল পাতিয়ালা হাউজ কোর্ট। দুই ব্যবসায়ী ভাই সুশীল আনসল (Sushil Ansal) এবং গোপাল আনসলকে জেলের অন্দরে কাটাতে হবে সাত বছর। দিতে হবে মোটা টাকা জরিমানাও। সোমবার উপহার সিনেমা হল মামলার চূড়ান্ত রায় দিল দিল্লির আদালত।

দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলার সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ ওঠে। এদিন সেই মামলার রায়দান করল দিল্লির আদালত। কারাদণ্ডের পাশাপাশি দুই ভাইকে মাথাপিছু ২ কোটি ২৫ লক্ষ জরিমানাও দিতে হবে।

Advertisement

 

[আরও পড়ুন: ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় ১০ পাক নৌসেনার বিরুদ্ধে খুনের মামলা]

ইতিপূর্বে বিধ্বংসী অগ্নিকাণ্ড মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে দু’বছর জেলে কাটিয়েছে তারা। পরে মাথাপিছু ৩০ কোটি টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিল তারা। সেই টাকায় দিল্লিতে ট্রমা কেয়ার সেন্টার তৈরি হয়। ১৯৯৭ সালের এই মামলার শুনানি চলাকালীন আরও দুই অভিযুক্ত- হর স্বরূপ পনওয়ার এবং ধরমবীর মালহোত্রার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, প্রায় ২৩ বছর আগে ১৯৯৭ সালের ১৩ জুন ‘বর্ডার’ সিনেমা দেখানোর সময় আগুন লেগেছিল উপহার হলে। সিনেমা হলে আগুন নেভানোর মতো যথাযথ ব্যবস্থা ছিল না। সিট বাড়ানোর কারণে বন্ধ ছিল হল থেকে বেরোনোর আরেকটি রাস্তাও। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৯ জনের। জখম হন বহু। ঘটনার তদন্ত শুরু করছিল সিবিআই। অভিযুক্ত হন রিয়েল এস্টেট ব্যারন আনসল ভাইয়েরা। শেষপর্যন্ত তাদের কারাদণ্ডের রায় দিল আদালত।

[আরও পড়ুন: লখিমপুর কাণ্ডের ‘তদন্ত এগোচ্ছে না’, যোগী সরকারকে ফের ভর্ৎসনা সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement