সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন এলেই নতুন করে ওঠে হিন্দুত্বের জিগির। মাথাচাড়া দিয়ে ওঠে অযোধ্যায় বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরির দাবি। নিন্দুকেরা বলেন, এতে প্রতিবারই সুবিধা পায় বিজেপি। কিন্তু এবার হয়তো ছবিটা উলটো হতে চলেছে। মন্দির না গড়তে পারলে বিজেপিকে হারানোর সংকল্প নিচ্ছে হিন্দু সংগঠনগুলি। আর একথা জানিয়েছেন অযোধ্যার প্রভাবশালী মহন্ত পরমহংস দাস।
২০১৪ সালে ভোটের আগে বিজেপির অন্যতম এজেন্ডা ছিল বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরি। এমনকি ২০১৭’র বিধানসভা ভোটের আগেও বিজেপির ইস্তেহারে সবার উপরে ছিল রাম মন্দির ইস্যু। কিন্তু এসব সত্ত্বেও মন্দির তৈরি তো দূরের কথা সে পথে এগোনোর কোনও ইঙ্গিতও দেয়নি বিজেপি। আর তাতেই বেজায় খাপ্পা উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তারা মনে করছে মন্দির গড়ার উদ্যোগ না নিয়ে আসলে তাদের প্রতারণা করছে সরকার। অযোধ্যার প্রভাবশালী সন্ন্যাসী মহন্ত পরমহংস দাস এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ‘২০১৯-এ ক্ষমতায় ফিরতে হলে রাম মন্দির গড়তেই হবে বিজেপিকে। আর তা না হলে আমরা আন্দোলন করব, এবং নিশ্চিত করব বিজেপি হারছে।’ হিন্দুত্বের এজেন্ডা ছাড়লে বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না বলেও দাবি করেছেন ওই প্রভাবশালী সন্ন্যাসী। অযোধ্যায় বেশ কিছু হিন্দু সংগঠনের মধ্যে বেশ প্রভাব রয়েছে মহন্ত পরমহংস দাসের। ২০১৪ নির্বাচনে নিজের সাঙ্গ-পাঙ্গদের নিয়ে উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির হয়ে প্রচারও করেছেন এই মহন্ত।
If they (BJP) want to come in power again (in 2019) then they have to build the Ram Temple, else we will start a movement & make sure they are defeated: Mahant Paramhans Das on MA Naqvi’s statement that development will be only issue in 2019 elections. #Ayodhya pic.twitter.com/EFcU8VPMx5
— ANI UP (@ANINewsUP) 5 June 2018
রাম মন্দির ইস্যু আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায়ের আগে মন্দির নির্মাণ সম্ভব নয়, সেকথা আন্দাজ করতে পেরেই হয়ত বিজেপি নেতারা রাম মন্দির নিয়ে খুব একটা উচ্যবাচ্য করছে না। বরং উন্নয়নেই ফোকাস করতে চাইছে বিজেপি। অন্তত প্রকাশ্যে সেই দাবিই করেছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। গত রবিবার তাঁকে রামমন্দির ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজেপির একটাই এজেন্ডা, বিকাশ, বিকাশ, বিকাশ।’
“Vikas, Vikas, Vikas,” says Union Union Minister Mukhtar Abbas Naqvi on being asked if Hindutva & Ram Mandir will be election issues in the 2019 General Elections. pic.twitter.com/4YdfRBRPiG
— ANI (@ANI) 3 June 2018
নকভির এই মন্তব্যে বেজায় চটেছে হিন্দু সংগঠনগুলি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, দ্রুত কোনও পদক্ষেপ করতে না পারলে যে রাম মন্দির বিগত কয়েকটি নির্বাচনে বিজেপির প্রধান অস্ত্র হিসেবে উঠে আসছিল, ১৯-এর আগে সেই চেনা অস্ত্র কিছুটা হলেও ভোঁতা হয়ে যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.