Advertisement
Advertisement

Breaking News

Budget 2024

আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা পাবেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা, ঘোষণা নির্মলার

বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলেই আশা।

Budget 2024: Ayushman Bharat scheme to include all ASHA and Anganwadi workers and helpers: Nirmala Sitharaman । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 1, 2024 11:56 am
  • Updated:February 1, 2024 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা। বৃহস্পতিবার বাজেট(Budget 2024) পেশের সময় বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তার ফলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্যসাথী, কেন্দ্রের আয়ুষ্মান ভারত। দীর্ঘদিন ধরেই এই দুই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্প আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলায় আজও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালু হয়নি। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলেই দাবি গেরুয়া শিবিরের। আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু না হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী চালু করেছেন। কোনও নির্দিষ্ট শ্রেণির জন্য নয়। বরং সব পরিবারই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের বাজেট ঘোষণায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের। যার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলেই আশা। 

[আরও পড়ুন: পরনে নীল-সাদা শান্তিনিকেতনী কাঁথা স্টিচ, এবারও বাজেটের দিন নজর কাড়ল নির্মলার শাড়ি]

উল্লেখ্য, ২০১৮ সালে ২৩ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ্মান ভারত নামটি তিনিই ঘোষণা করেছিলেন। প্রকল্পের ট্যাগলাইন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। গত পাঁচ বছর ধরে প্রকল্পটি এই নামেই পরিচিত ছিল। গত বছরের নভেম্বরে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ নতুন নাম ঘোষণা করে কেন্দ্র। দেশে প্রায় ১০ কোটি পরিবার ওই প্রকল্পের আওতাধীন। কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্পের অধীনে গত পাঁচ বছরে দেশে ১.৬ লাখের বেশি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে।

[আরও পড়ুন: ঝোপে পড়ে দেহাংশ, গুদামের ছাদে মাথা, স্কুলছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধারে রণক্ষেত্র মালদহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement