Advertisement
Advertisement

৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম কেন্দ্র, দাবি গোয়েলের

ঋণখেলাপকারীদের কোনওমতেই রেহাই দেওয়া হবে না, দাবি মন্ত্রীর৷

Budget 2019: 3 lakh crore debt recovered
Published by: Sayani Sen
  • Posted:February 1, 2019 11:48 am
  • Updated:February 1, 2019 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনাদায়ী ঋণের দায়ে জর্জরিত ব্যাংকিং সেক্টর নিয়ে বাজেটে মুখ খুললেন পীযূষ গোয়েল৷ বিরোধীদের অভিযোগ খারিজ করে সংসদে তিনি জানান, ২০১৭-২০১৮ অর্থবর্ষে ৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম হয়েছে কেন্দ্র৷ ঋণখেলাপকারীদের কোনওমতেই রেহাই দেওয়া হবে না বলে সাফ জানান তিনি৷

গোয়েল জানান, ব্যাংকিং ব্যবস্থায় সংস্কার করেছে কেন্দ্র। ফেরত এসেছে বড় অঙ্কের অনাদায়ী ঋণ। বিশ্বের অর্থনীতিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। বিজেপি সরকার মসনদে আসার পর থেকে দেশে ২০১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে বলেই দাবি করলেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। খতিয়ান তুলে ধরে তাঁর দাবি, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের ধার বেড়েছিল। কিন্তু বিজেপি সরকার তাতে নিয়ন্ত্রণ এনেছে৷  বিজয় মালিয়াকে নিয়ে দিনকয়েক আগেই বিরোধীদের খোঁচা সহ্য করতে হয়েছে মোদি সরকারকে৷ লোকসভা নির্বাচনের আগে সেই ক্ষতে প্রলেপ দিতে ঋণখেলাপীদের নিয়ে পীযূষ গোয়েল মুখ খুললেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

[বাজেট ২০১৯ LIVE Updates: জনমোহিনী নাকি বাস্তবমুখী, কী আছে গোয়েলের ঝুলিতে?]

এছাড়াও এদিনের বাজেটের মূল্যবৃদ্ধির প্রসঙ্গেও মুখ খোলেন গোয়েল৷ তিনি জানান, মূল্যবৃদ্ধির কোমর ভেঙে দিয়েছে কেন্দ্র। রাজ্যকেও অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে৷ গোয়েল জানান, আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের এই প্রথমবার ২২ টি ফসলের ন্যূনতম সমর্থনমূল্য অন্তত ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। রাজ্যগুলিকে মোট আয়ের ৪২ শতাংশ দিয়েছে কেন্দ্র সরকার। বাজেট পেশের সময় পীযূষ গোয়েল বলেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা যোজনার আওতায় প্রায় ৫০ কোটি মানুষ পরিষেবা পাবেন। ইতিমধ্যেই গরিব, মধ্যবিত্তদের প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ বেড়েছে। সৌভাগ্য যোজনার আওতায় দেশের প্রায় প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ২০১৯ শেষ হওয়ার আগে বাকি ইচ্ছুকদেরও বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রসঙ্গে তিনি জানান, পাঁচ বছরে এই প্রকল্পের অধীনে ১ কোটি ৫৩ লক্ষ ঘর তৈরি করেছে সরকার। উন্নয়নের নিরিখে সঠিক দিশায় দ্রুতগতিতে দেশ এগিয়ে চলেছে বলেও জানান গোয়েল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement