Advertisement
Advertisement

বাজেট ২০১৭ LIVE: বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর কমে হল ৫%

বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ স্বাধীনতার পর এই প্রথম অর্থবাজেট ও রেলবাজেট একসঙ্গে পেশ হচ্ছে৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় একে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন৷ কংগ্রেস সাংসদের মৃত্যুতে বাজেট পেশ নিয়ে সংশয় দেখা দিয়েছিল, যদিও স্পিকার আজই বাজেট পেশের সিদ্ধান্ত নিয়েছেন৷  বাজেটে প্রতি মুহূর্তে যা ঘোষণা-আরও পড়ুন:এবার প্যান কার্ডে বড়সড় বদল! সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকেভারতে আসবেন […]

Budget 2017: LIVE
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 5:34 am
  • Updated:February 1, 2017 9:07 am  

বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ স্বাধীনতার পর এই প্রথম অর্থবাজেট ও রেলবাজেট একসঙ্গে পেশ হচ্ছে৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় একে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন৷ কংগ্রেস সাংসদের মৃত্যুতে বাজেট পেশ নিয়ে সংশয় দেখা দিয়েছিল, যদিও স্পিকার আজই বাজেট পেশের সিদ্ধান্ত নিয়েছেন৷  বাজেটে প্রতি মুহূর্তে যা ঘোষণা-

12:56। বার্ষিক ৫০ লক্ষ থেকে ১ কোটি উপার্জনকারীদের ক্ষেত্রে, প্রদত্ত করের উপর ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে৷ ১ কোটির বেশি উপার্জনকারীদের ক্ষেত্রে এই সারচার্জ ১৫ শতাংশ৷

Advertisement

12:50। বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর লাগু কর ১০ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ ৷

12:46। রাজনৈতিক দলগুলি বন্ড বিক্রি করতে পারবে৷ যে কেউ সেই বন্ড কিনতে পারে ব্যাঙ্ক থেকে৷ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির রেজিস্টার্ড অফিসেই সেগুলো ভাঙানো যাবে৷

12:45। রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে, কোনও একটি সোর্সের থেকে ২০০০ টাকার বেশি অনুদান নেওয়া যাবে না৷এর বেশি অনুদান নিলে তা চেক বা ডিজিটাল মোডেই নিতে হবে৷

12:41। ৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন নিষিদ্ধ হল দেশে৷

12:40। স্বেচ্ছাসেবী সংস্থাগুলি ২০০০ টাকা বেশি নগদে অনুদান নিলে তা করভুক্ত বলে বিবেচিত হবে৷

12:38। মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র সংস্থা, যাদের বার্ষিক আয় ৫০ কোটির কম, তাদের ক্ষেত্রে কর ছাড় ৫ শতাংশ৷

12:34। গবেষণা এবং বিজ্ঞানের ক্ষেত্রে ৩৭,৪৩৫ কোটি টাকার বরাদ্দ করল সরকার৷

12:30। নোট বাতিলের জেরে ২০১৭-১৮ অর্থবর্ষের নেট ট্যাক্স রেভিনিউ বেডেছে ৩৪.৮ শতাংশ৷

12:25। প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২,৭৪,১১৪ কোটি টাকা৷ এই আওতায় পেনশনভোগীরা পড়বেন না৷

12:18। ঋণখেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্তর ক্ষেত্রে সংবিধান মেনেই নতুন আইন আনা হবে৷

12:17।  চণ্ডীগড়, হরিয়ানা-সহ আটটা জেলাকে করোসিন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে৷

12:14।  প্রধান ডাকঘর থেকেই এবার মিলবে পাসপোর্ট৷

modi

12:13। ডিজিটাল লেনদেন বাড়াতে আগামী দুমাসে দশ লক্ষ পিওএস বা পয়েন্ট অফ সেল তৈরি করা হবে৷

12:12। শেয়ার বাজারে নথিভুক্ত করা হবে আইআরসিটিসি-কে

12:11। ভীম অ্যাপের প্রচার বাড়ানোর জন্য বোনাস ও ক্যাশব্যাক স্কিম আনা হচ্ছে৷

12:10। নোট বাতিলের পর ব্যাঙ্কগুলিতে অর্থ জোগানের জন্য ১০,০০০ কোটি টাকা বরাদ্দ৷ ব্যাঙ্কঋণের সীমা বাড়ানো হল ২.৪৪ লক্ষ কোটি টাকা৷

12:06। রেলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের উপর জোর দেওয়া হবে৷ বিনিয়োগ টানতে এফডিআইতে আরও উদার পদক্ষেপ করা হবে৷

12:04। বেআইনি লগ্নি সংস্থায় লাগাম টানতে নয়া বিল আনা হবে৷

12:02। ওড়িসা ও রাজস্থানে তৈল সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে তা কাজে লাগানো যেতে পারে৷

12:01। ন্যাশনাল হাইওয়ের জন্য বরাদ্দ ৬৪,০০০ কোটি টাকা৷

11:58। ৫০০ টি স্টেশনে প্রতিবন্ধীদের জন্য থাকবে চলমান সিঁড়ি, লিফট৷

11:56। আইআরসিটিসি-র মাধ্যমে রেলের ই-টিকিট বুকিংয়ে কোনও সার্ভিস চার্জ লাগবে না৷ এছাড়া ২০১৯-এর মধ্যে সব ট্রেনে থাকবে বায়ো টয়লেট৷

arun 6

11:55। রেলের নিরাপত্তা খাতে আগামী পাঁচ বছরে বরাদ্দ ১  লক্ষ কোটি টাকা৷ কিছু কিছু লেবেল ক্রসিংকে স্বয়ংক্রিয় করে তোলা হবে৷  ক্লিন মাই কোচ নামে চালু হবে এসএমএস সার্ভিস, যাতে ট্রেনে স্বচ্ছতা বজায় থাকে৷

11:52। প্রবীণ নাগরিকদের জন্য আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হেল্থ কার্ড চালু করা হবে৷ এসসি, এসটি ও সংখ্যালঘু ক্ষেত্রে বরাদ্দ ৫২,৩৯৩ হাজার কোটি৷

11:50। যে সমস্ত গ্রাম প্রকাশ্য শৌচ মুক্ত হয়েছে, সেখানে জল সরবারহের পাইপ দেওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে৷

11:49। ১০০ দিনের কাজে বরাদ্দ করা হল ৪৮ হাজার কোটি টাকা৷

11:48।  ঝাড়খণ্ড ও গুজরাটে দু’টি নতুন মেডিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে৷

11:47। মহিলাদের উন্নতিতে গড়ে তোলা হবে মহিলা শক্তি কেন্দ্র৷ বরাদ্দ ৫২০ কোটি টাকা৷

11:46।  পর্যটন শিল্পকে চাঙ্গা করতে আসছে ইনক্রেডিবল ইন্ডিয়া ২৷

11:45। ৬০০ জেলাকে স্কিল ইন্ডিয়ার আওতায় আনা হচ্ছে৷ যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে ও বিদেশি ভাষা শেখানো হবে. সংকল্প যোজনায় বরাদ্দ ৪০০০ কোটি টাকা৷

11:43। ১ মে, ২০১৮ সালের মধ্যে দেশের সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে৷

11:42। গড়ে তোলা হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ সমস্ত প্রবেশিকা পরীক্ষা আয়োজনের ভার থাকবে এই সংস্থার উপর৷ এছাড়া প্রাথমিক শিক্ষায় পিছিয়ে থাকা ৩৪৮৯ ব্লকে বার্ষিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷

11:37। কৃষিতে জলের সমস্যা দূর করতে নাবার্ড গড়ে তুলবে মাইক্রো ইরিগেশন ফান্ড, বরাদ্দ ৫০০০ কোটি৷ বিমার আওতায় আনা হবে ৩০ থেকে ৪০ শতাংশ জমি৷

11:37। ২০১৯ এর মধ্যে গৃহহারাদের ১ কোটি বাড়ি দেওয়ার পরিকল্পনা৷

11:35। ডেয়ারি ও মিল্ক প্রসেসিং ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ৮০০০ কোটি টাকা৷

11:33। এক কোটি পরিবারকে তুলে আনা হবে দারিদ্রসীমার উপরে৷ পঞ্চাশ হাজার গ্রাম পঞ্চায়েতকেও দারিদ্রমুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে এই প্রকল্প৷

11:28। আগামী পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুণ করা বাজেটের লক্ষ্য৷ ২০১৭-১৮ অর্থবর্ষে বরাদ্দ দশ লক্ষ কোটি টাকা কৃষিঋণ৷

11:24। স্বচ্ছ ভারত তৈরি করাই সরকারের লক্ষ্য৷ দুর্নীতি ও কালো টাকা হঠানো এবং জাতপাতের ভেদাভেদ দূর করাই হবে অর্থনীতির লক্ষ্য৷

11:20। নোট বাতিলের ফলে কালো টাকায় যে সমান্তরাল অর্থনীতি চলছিল, তা শেষ হয়েছে৷ দীর্ঘমেয়াদে এতে সুবিধা হবে৷ কর কাঠামোর ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকরী হবে৷ সমাজের সর্বত্র ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত যুগান্তকারী৷ নোট বাতিলকে সরকারের উল্লেখযোগ্য সাফল্য বললেন অর্থমন্ত্রী৷


11:17। জিএসটি চালু হলে স্বচ্ছতা আসবে অর্থনীতিতে৷ বাস্তবে পরিণত করার জন্য সকলের কাছে আর্জি অর্থমন্ত্রীর৷

11:10। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, জ্বালানি তেলের দামের ওঠাপড়ায় ভারতের মতো দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে৷ তা সত্ত্বেও কালো টাকার বিরুদ্ধে লড়াই করেছে সরকার৷ মূল্যবৃদ্ধি ও দুর্নীতি রোধে ব্যবস্থা নিয়েছে৷

11:10। সংসদে তুমুল হট্টগোলের মধ্যেই বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ মুদ্রাস্ফিতির হার দেশে কমেছে, তাই সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন তিনি৷

11:07। কেন আজকেই বাজেট পেশ, প্রশ্ন বিরোধী নেতাদের৷ আগামীকাল সংসদ বন্ধ থাকবে, জানালেন স্পিকার৷

11:02। বাজেট সাংবিধানিক বাধ্যবাধকতা, বললেন স্পিকার সুমিত্রা মহাজন৷ প্রয়াত কংগ্রেস সাংসদ ই আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হল বাজেট পেশের আগেই৷

Lok Sabha Speaker Sumitra Mahajan pays obituary to #EAhamed pic.twitter.com/uKBRnxDEQq

— ANI (@ANI_news) February 1, 2017

 

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement