Advertisement
Advertisement

Breaking News

Ritesh Pandey

বিজেপিতে যোগ বিএসপি সাংসদের, লাইনে আরও ৩, তাসের ঘরের মতো ভাঙছে মায়াবতীর দল

বিএসপির সাংসদরা সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করছেন।

BSP MP Ritesh Pandey resigns from Mayawati's party, joins BJP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 25, 2024 1:37 pm
  • Updated:February 25, 2024 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে তাসের ঘরের মতো ভাঙছে বহুজন সমাজ পার্টি। মায়াবতীর দল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন আম্বেদকর নগরের সাংসদ রীতেশ পাণ্ডে। রবিবার সকালেই দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েন রীতেশ। তার পরই যোগ দেন বিজেপিতে।

রীতেশ জানিয়েছেন, দীর্ঘদিন দলের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। দলের বৈঠকে ডাকা হত না। মায়াবতীর সঙ্গে যোগাযোগ করেও সম্ভব হয়নি। সূত্রের দাবি, বিজেপি (BJP) রীতেশকে তাঁর পুরনো কেন্দ্র আম্মেদকর নগর থেকেই প্রার্থী করতে পারে। রীতেশই প্রথম নয়, মায়াবতীর বিএসপির আরও তিন সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে সূত্রের খবর। দলের শীর্ষনেতৃত্বের সবুজসংকেত পেলেই শীঘ্রই তাঁদেরও যোগদান করাবে গেরুয়া শিবির।

Advertisement

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]

২০১৯ লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে জোট করে লড়ে বিএসপি। সেবার উত্তরপ্রদেশে ১০ আসন পায় বেহেনজির দল। কিন্তু এবার আর কোনও শিবিরের সঙ্গে জোটে নেই মায়াবতী। এমনকী সেভাবে বিজেপি বিরোধিতাও করছেন না তিনি। সরাসরি এনডিএ-তেও যোগ দেননি। ভোটের প্রস্তুতিও সেভাবে নেই। তাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিএসপির সাংসদরা। তাই ভোট ঘোষণার আগেই নিজেদের জন্য ‘বিকল্প’ খুঁজে রাখছেন সাংসদরা।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

শুধু বিজেপির সঙ্গে নয়, বিএসপির সাংসদরা সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করছেন। সূত্রের দাবি, মায়াবতীর (Mayawati) দলের ৩ সাংসদ বিজেপির সঙ্গে, ৩ সাংসদ সমাজবাদী পার্টির সঙ্গে এবং একজন সাংসদ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন। আর বিএসপির বহিষ্কৃত সাংসদ দানিশ আলি ইতিমধ্যেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়েছেন। তিনি কংগ্রেসের টিকিটে আমরোহা থেকে লড়বেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement