Advertisement
Advertisement

বিএসএনএল-এ ২,৭০০ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

আবেদনের শেষদিন ১০ আগস্ট, ২০১৬৷

BSNL will recruit 2700 junior engineers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 12:41 pm
  • Updated:July 13, 2018 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সঞ্চার নিগম লিমিটেড সারা দেশজুড়ে ২,৭০০ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে৷ কলকাতা টেলিফোন-সহ এরাজ্যে শূন্যপদ ১৯৫টি৷ আবেদন করতে হবে অনলাইনে www.bsnl.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষদিন ১০ আগস্ট, ২০১৬৷ অনলাইনে আবেদন শুরু হবে ১০ জুলাই, ২০১৬ তারিখ থেকে৷ এ রাজ্যের শূন্যপদ: কলকাতা টেলিফোন ৮০ (সাধারণ ৬৬, তফসিলি জাতি ১০ ও তফসিলি উপজাতি ৪)৷ মোট শূন্যপদের মধ্যে প্তটি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷ পশ্চিমবঙ্গ টেলিফোন ১১৫ (সাধারণ ৫৮, ওবিসি ২৫, তফসিলি জাতি ২৬ ও তফসিলি উপজাতি ৪)৷ মোট শূন্যপদের মধ্যে ৪ টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷ শিক্ষাগত যোগ্যতা চাই তিন বছর মেয়াদের টেলি-কমিউনিকেশন, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, রেডিও, কম্পিউটার, ইন্সট্রুমেটেশন বা ইনফরমেশন টেকনোলজি শাখায় ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা/বিটেক/বিই পাস৷ ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্সে বিএসসি বা ইলেকট্রনিক্স-এ এমএসসি-রাও আবেদনের যোগ্য৷

বয়স হতে হবে ১০ আগস্ট, ২০১৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ নিয়োগ করা হবে ১৩,০০০ টাকা থেকে ২৫,৪২০ টাকা বেতনক্রমে৷ আবেদনের ফি ১,০০০ টাকা৷ তফসিলিদের ক্ষেত্রে ৫০০ টাকা৷ ফি দিতে হবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডে অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে৷প্রার্থী বাছাই করা হবে দেশজুড়ে অনলাইন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষা হবে দেশের বড় বড় শহরগুলিতে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে৷ যোগ্য প্রার্থীদের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও প্রিণ্ট আউটের কপি বা ডকুমেন্টের কপি পাঠাতে হবে না৷ পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটেই৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement