Advertisement
Advertisement
BSNL

১৯ হাজার কর্মীর স্বেচ্ছাবসর, খরচ কমাতে কর্মী সঙ্কোচনের পথে BSNL?

বার্ষিক ৫ হাজার কোটি টাকা খরচ কমাতে চায় সংস্থা।

BSNL proposes VRS 2.0: 19,000 Jobs on the line to cut costs, new report claims
Published by: Biswadip Dey
  • Posted:December 28, 2024 12:19 pm
  • Updated:December 28, 2024 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কর্মী সঙ্কোচনের পথে বিএসএনএল। ১৮ হাজার থেকে ১৯ হাজার কর্মীকে স্বেচ্ছাবসর প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে সূত্রের দাবি। আর সেজন্য সংস্থার তরফে দেড় হাজার কোটি টাকা ব্যয়ের অনুরোধ করা হয়েছে অর্থ মন্ত্রককে।

বিএসএনএলের ব্যয়ের ৩৮ শতাংশ খরচ হয় কর্মীদের বেতন দিতে। এই সিদ্ধান্তের ফলে সেই খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এটা সংস্থার দ্বিতীয় স্বেচ্ছাবসর প্রকল্প।
কর্মীদের পিছনে বিএসএনএলের খরচ ৭ হাজার ৫০০ কোটি টাকা। এবার বার্ষিক ৫ হাজার কোটি টাকা খরচ কমাতে চায় সংস্থা। আর তাই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে। এমনও জানা যাচ্ছে, যোগাযোগ মন্ত্রকের অনুরোধে কর্মী সঙ্কোচনের আর্জি জানানো হয়েছে। অর্থমন্ত্রকের সবুজ সংকেত পেলেই এজন্য মন্ত্রিসভার অনুমোদন চাওয়া হবে।

Advertisement

গত সোমবার বিএসএনএল বোর্ডের তরফে এই ভিএআরএস প্ল্যানের অনুমোদন দেওয়া হয়। গোটা দেশে ৪জি পরিষেবা শুরু করতে চলেছে সংস্থাটি। আর তার আগেই এই পথে হাঁটল তারা। নামপ্রকাশে অনিচ্ছুক বিএসএনএলের এক কর্মীর তরফে দাবি করা হয়েছে, ভিআরএস নিয়ে এখনও পর্যন্ত সংস্থার অভ্যন্তরেই আলোচনা হয়েছে।

এদিকে গত অর্থবর্ষের তুলনায় এবার সংস্থার আয় সামান্য বেড়ে হয়েছে ২১ হাজার ৩০২ কোটি টাকা। সংস্থার কর্মীদের মধ্যে ৩০ হাজার এক্সিকিউটিভ ও ২৫ হাজার নন-এক্সিকিউটিভ। ২০১৯ সালে সরকারের তরফে ৬৯ হাজার কোটির এক প্ল্যানে সম্মতি দিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল ভিআরএস প্ল্যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement