Advertisement
Advertisement

জিও’কে টেক্কা দিতে ফ্রি ভয়েস কল পরিষেবা আনছে বিএসএনএল

জিওর মতো বিএসএনএল গ্রাহকরাও এবার ফ্রি ভয়েস কল পরিষেবা পাবেন৷

BSNL plans free voice, cheaper package than Jio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 11:59 am
  • Updated:September 22, 2016 11:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও’কে টক্কর দিতে ফের কোমর বেঁধে আসরে নামল বিএসএনএল৷ বুধবার টেলিকম সংস্থাটি জানিয়ে দিল, জিওর থেকেও সস্তা অফার চালু করতে চলেছে তারা৷

কয়েকদিনের মধ্যেই রিলায়েন্স জিও যেভাবে মোবাইল পরিষেবার দুনিয়ায় থাবা বসিয়েছে, তাতে মাথায় হাত পড়েছে বাকি সংস্থাগুলির৷ আর তাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে আকর্ষণীয় অফার আনতে উদ্যোগী হচ্ছে তারা৷ জিওর সঙ্গে পাল্লা দিতে ক’দিন আগেই বিশেষ ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছিল বিএসএনএল৷ এবার ভয়েস কলেও বিশেষ ছাড় দিতে চলেছে তারা৷ জিওর মতো বিএসএনএল গ্রাহকরাও এবার ফ্রি ভয়েস কল পরিষেবা পাবেন৷ তাও আবার আরও সস্তার ট্যারিফে৷ জিওর ক্ষেত্রে শুধুমাত্র 4G ব্যবহারকারীরা এই ফ্রি ভয়েস কল পরিষেবা পাচ্ছেন৷ কিন্তু 2G এবং 3G ব্যবহারকারীদেরও এই পরিষেবা দেবে বিএসএনএল৷

Advertisement

টেলিকম সংস্থার চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব বলছেন, “বাজারে জিওর পারফরম্যান্স আমরা খতিয়ে দেখছি৷ আগামী বছরের শুরু থেকেই আজীবন ফ্রি ভয়েস কল পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের৷ জিও’র অফারের চেয়েও ২-৪ টাকা কমে সেই পরিষেবা পাবেন গ্রাহকরা৷ যাঁদের বাড়িতে বিএসএনএল-এর ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে, তাঁরাও এই অফারের আওতায় পড়বেন৷” অর্থাৎ জানুয়ারি থেকে বিএসএনএল যে ‘জিরো ভয়েস ট্যারিফ’-এর ঘোষণা করতে চলেছে, তা জিও’র ১৪৯ টাকার অফারের চেয়েও সস্তা হবে৷ নয়া অফার দিল্লি ও মুম্বইতে তেমন লাভের মুখ না দেখলেও কেরল, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ওড়িশা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে লাভবান হবে বলে আশা সংস্থার৷

জিও এবং বিএসএনএল-এর এমন উদ্যোগ যে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement