Advertisement
Advertisement

Breaking News

নতুন বছরে বিএসএনএল-এর ৬ মাসের আনলিমিটেড অফার

কী কী সুবিধা দিচ্ছে বিএসএনএল-এর এই নতুন অফার?

BSNL offers unlimited local, STD calls at Rs 144
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 9:25 am
  • Updated:January 1, 2017 9:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে প্রিয়জনেরা যখন একে অন্যের হাতে উপহার তুলে দিতে ব্যস্ত, ঠিক তখনই গ্রাহকদের জন্য এক বিশেষ সুবিধা নিয়ে এল বিএসএনএল। নতুন বছরে সংস্থা ৬ মাসের এক আনলিমিটেড অফার উপহার হিসেবে তুলে দিচ্ছে গ্রাহকদের হাতে।
ঠিক কী কী সুবিধা দিচ্ছে বিএসএনএল-এর এই নতুন অফার? সেই অফারের সমস্ত সুবিধা পেতে গেলে কি আদৌ কোনও টাকা লাগবে?
টাকা লাগবে ঠিকই! হাজার হলেও বাণিজ্যিক সংস্থা তো! কাজেই উপহার হলেও তা বাণিজ্যিক দিকটা বাদ দিয়ে নয়! তবে সেই টাকার পরিমাণ খুবই সামান্য! ৬ মাসের জন্য মাত্র ১৪৪ টাকা! তা, এই ১৪৪ টাকা খরচ করলে কী সুবিধা মিলবে ৬ মাস ধরে?
বিএসএনএল জানিয়েছে, ১৪৪ টাকা খরচ করলে ৬ মাসের জন্য বিএসএনএল তো বটেই, পাশাপাশি অন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল করা যাবে। লোকাল আর এসটিডি- দুটোই! তার সঙ্গে মিলবে ৩০০ এমি ডেটা। প্রিপেড আর পোস্টপেড- দুই কানেকশনেই এই সুবিধা পাওয়া যাবে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement