সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে ভারতীয় সীমান্তে ঢুকে পড়া পাক ড্রোনকে (Drone) গুলি করে নামাল BSF। গত ২ দিনে এই নিয়ে চারটি ড্রোনকে গুলি করে নামানোর ঘটনা ঘটল পাঞ্জাবের (Punjab) অমৃতসরে (Amritsar)। ঘনঘন পাক ড্রোনের হানা ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই ড্রোনের সঙ্গে একটি ব্যাগও মিলেছে। তাতে মাদক রয়েছে বলে সন্দেহ। বিএসএফের পাঞ্জাবর ফ্রন্টিয়ারের তরফে টুইট করে একথা জানানো হয়েছে।
পাঞ্জাবে ভারতীয় সীমান্তরেখায় গত ২৪ ঘণ্টায় এই নিয়ে তিনটি ড্রোন নামানোর ঘটনা ঘটল। শুক্রবার রাতে তিনটি ড্রোন নামানোর পর শনিবার রাতেও ড্রোন নামানোর ঘটনা ঘটল। শুক্রবার গুলি করে নামানো ড্রোনগুলির মধ্যে একটি ড্রোনের সঙ্গে থাকা প্যাকেটে থাকা প্রায় আড়াই কেজি হেরোইন মিলেছে বলে সন্দেহ।.
A drone from #Pakistan violated Indian Airspace & was intercepted(by fire) by #AlertBSF troops of #Amritsar Sector.
During search, the drone & a bag of suspected narcotics has been recovered.Details follow pic.twitter.com/UVOF2hLMh0
— BSF PUNJAB FRONTIER (@BSF_Punjab) May 20, 2023
সাম্প্রতিককালে পাঞ্জাব, জম্মু-সহ একাধিক পাক সীমান্ত (Pakistan Border) দিয়ে একের পর এক ড্রোন হামলা (Drone Attack) হয়েছে ভারতীয় ভূখণ্ডে । বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে সেনা। এরই পাশাপাশি ড্রোনের মাধ্যমে টাকা ও অস্ত্র ছড়িয়ে জঙ্গিদের হামলার রসদ জোগানোর অভিযোগেও ড্রোন নামানোর ঘটনা ঘটেছে। কেবল অস্ত্রশস্ত্র ও অর্থই নয়, হেরোইন পাচারের কাজেও ড্রোনকে ব্যবহার করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ধরনের ষড়যন্ত্র রুখতে মরিয়া সেনা সব সময়ই কড়া নজরদারি চালায় সীমান্তে। আর তার ফলেই পরপর চারটি ড্রোনকে গুলি নামিয়ে শত্রুপক্ষের মতলব ভেস্তে দেওয়া সম্ভব হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.