Advertisement
Advertisement

Breaking News

সাম্বায় খোঁজ মিলল সুড়ঙ্গের, উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র

সাম্বার চামলিয়ালে হামলাকারী জঙ্গিরা ওই সুড়ঙ্গপথেই অনুপ্রবেশ করেছিল৷

BSF said it found a cross-border tunnel along the International Border in Samba
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 3:58 pm
  • Updated:November 30, 2016 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা লাগোয়া অঞ্চলে একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেল ভারতীয় সেনাবাহিনী৷ সুড়ঙ্গটি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতে জঙ্গিরা ব্যবহার করত বলে বুধবার জানিয়েছে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ৷ বিএসএফের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা এদিন জানিয়েছেন, সোমবার গভীর রাতে সাম্বার চামলিয়াল এলাকায় হামলাকারী জঙ্গিরা ওই সুড়ঙ্গপথেই অনুপ্রবেশ করেছিল৷ সুড়ঙ্গটি নিয়ে পাক রেঞ্জার্সের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি৷

কে কে শর্মা আরও জানিয়েছেন, সোমবার গভীর রাতে চামলিয়াল এলাকার রামগড় অঞ্চলে নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি টের পেয়ে বিএসএফ জওয়ানরা চ্যালেঞ্জ জানালে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে৷ সঙ্গে সঙ্গেই জওয়ানরা পাল্টা জবাব দেয়৷ জওয়ানদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়৷ এই সংঘর্ষে এক জওয়ানও জখম হয়েছেন৷ জঙ্গিদের সন্ধানে গোটা এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷ বিএসএফ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৫১৭ রাউন্ড গুলি, একটি পিস্তল, একটি একে-৪৭ রাইফেল, রেডিও সেট, মোবাইল পাওয়ার ব্যাঙ্ক, ৭টি আইইডি ও বোতলভর্তি সন্দেহজনক তরল পদার্থ৷

Advertisement

বিএসএফের ডিজি এদিন বলেন, জঙ্গিরা কী করে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে এল, সে বিষয়ে তদন্ত করতে গিয়ে আজ সকালে সুড়ঙ্গটির খোঁজ মেলে৷ প্রায় ৮০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গটি৷ এরকম সুড়ঙ্গ ওই এলাকায় আরও থাকতে পারে বলে অনুমান বিএসএফের৷ তবে এ ধরনের সুড়ঙ্গ খোঁজার জন্য কোনও যন্ত্র নেই, আক্ষেপ ডিজি-র৷ তাঁর মতে, আন্তর্জাতিক সীমানা বরাবর এলাকাগুলিতে ১৫-২০ ফুট করে খোঁড়াখুঁড়ি করা যায় না৷ তবে সেনাবাহিনী এখন গোটা এলাকা নাকাবন্দি করে ফেলেছেন বলে দাবি করেন ডিজি৷

(ফাইল চিত্র)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement