ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় নিয়মভঙ্গ সীমান্তরক্ষী বাহিনীতে। নিয়মভঙ্গকারী এক গোয়েন্দা কুকুর! মেঘালয়ের (Meghalaya) তুরায় বাংলাদেশ সীমান্তে এনিয়ে তুমুল চাঞ্চল্য। বিএসএফ ছাউনিতে এক স্নিফার ডগ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শুধু তাইই নয়, তিন তিনটে শাবকেরও জন্ম দিয়েছে সে। তা জানামাত্রই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কীভাবে অন্তঃসত্ত্বা হল বিএসএফের(BSF) ওই স্নিফার ডগ, তা জানতে তৈরি হয়েছে ‘কোর্ট অফ এনকোয়্যারি’। এ নিয়ে চিন্তার ভাঁজ বিএসএফের ১৭০ ব্যাটেলিয়নে।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত এ মাসের প্রথমদিকে। ল্যালসি নামে বিএসএফের এক স্নিফার ডগ, যে ৪৩ নং ব্যাটেলিয়নে কর্মরত ছিল, সে তিনটি শাবকের জন্ম দিয়েছে ডিসেম্বরের ৫ তারিখ। ডিসেম্বরের ২৩ তারিখ মেঘালয়ের তুরার কাছে অবস্থিত বিএসএফ ব্যাটেলিয়নে একটি নোটিস এসে পৌঁছয় উচ্চপদস্থ কর্তাদের তরফে। তাতে ল্যালসি সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়ে জানতে চাওয়া হয়েছে, কীভাবে সে অন্তঃসত্ত্বা (Pregnant) হল। এ বিষয়ে সামারি কোর্ট অফ এনকোয়ারি (SCOI) করতে বলা হয়েছে।
নিয়ম অনুযায়ী, সীমান্তরক্ষী বাহিনী বা গোয়েন্দা বিভাগের কোনও কুকুর যে কোনও সময় অন্তঃসত্ত্বা হতে পারে না। কাজের স্বার্থে তাদের সেভাবেই রাখা হয়। প্রতি কুকুর পিছু একটি করে হ্যান্ডলার থাকেন। তাঁরাই কুকুরদের চোখে চোখে রাখেন। গোয়েন্দা কুকুরদের প্রজননের আলাদা সময় থাকে। একমাত্র সেই সময়েই অনুমোদনক্রমে প্রশিক্ষিত কুকুর সন্তান প্রসব করতে পারে। গোয়েন্দা কুকুরদের প্রশিক্ষণ, প্রজনন, টিকাকরণ, স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা হয় সেনাবাহিনীতে।
কিন্তু ল্যালসি আচমকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এখন তার হ্যান্ডলারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। মনে করা হচ্ছে, তাঁর গাফিলতির কারণেই ল্যালসি অন্তঃসত্ত্বা হয়েছে। ঘটনাটি বাংলাদেশ সীমান্তে হওয়ায় আরও সংশয় ঘনিয়েছে। নিরাপত্তা বাহিনীতে এই ঘটনা বড়সড় নিয়মভঙ্গের আওতায় পড়ে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিএসএফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.