সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারত-পাক সীমান্তে সন্দেহভাজনদের দেখা যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল জম্মু ও কাশ্মীরে৷ সম্প্রতি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সন্দেহভাজনদের ঘোরাফেরা প্রত্যক্ষ করা গিয়েছে বলে আশঙ্কা করছে বিএসএফ৷
এদিন জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্দেহভাজনদের ঘোরাফেরা করতে দেখা যায় বলে জানা গিয়েছে৷ পরিস্থিতির সামাল দিতে প্রাথমিকভাবে তৎপরতা অবলম্বন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে৷ কাঠুয়ার পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের পরাগওয়াল সেক্টরেও এদিন এক পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করে ভারতীয় সেনা৷
J&K: BSF apprehends Pak intruder seen moving suspiciously at International Border in Kathua, kills another intruder in Paragwal Sector. pic.twitter.com/RTE9TeFMI5
— ANI (@ANI_news) February 24, 2017
গোটা বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে জানিয়েছে সেনাবাহিনী৷ যে কোনওরকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সেনা জওয়ানরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.