Advertisement
Advertisement

Breaking News

তেজ বাহাদুরের ফেসবুকে বহু পাকিস্তানি বন্ধু, নজর গোয়েন্দাদের

জওয়ানের কাজের পিছনে অন্য কারও মদত আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়্ন্দারা৷

BSF jawan's Facebook accounts under scanner for 'Pak friends'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2017 4:58 am
  • Updated:February 11, 2017 4:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ আবারও বিতর্ক তৈরি করেছে তাঁর ফেসবুক প্রোফাইল৷ তবে এবার আর তিনি কোনও ভিডিও পোস্ট করেননি৷ তাঁর প্রোফাইলে থাকা পাকিস্তানি বন্ধুদের দিকে এবার নজর গোয়েন্দাদের৷

ফেসবুকের মাধ্যমে বিভিন্ন দেশের অধিবাসীদের বন্ধুত্ব হওয়া অত্যন্ত স্বাভাবিক৷ তেজ বাহাদুরের একাধিক ফেসবুক প্রোফাইল আছে বলেও জানা যাচ্ছে৷ মোট ৬০০০ ভারচুয়াল বন্ধুর ১৭ শতাংশই পাকিস্তানের অধিবাসী৷ পুরো বিষয়টির উপর নজর রাখছেন গোয়েন্দারা৷

Advertisement

কালো টাকা রুখতে এবার ভুয়ো কোম্পানিতে নজর মোদির

এই ফেসবুকেই জওয়ানদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন তেজ বাহাদুর৷ মুহূর্তের মধ্যে তাঁর পোস্ট করা ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ সেনার অভ্যন্তরের করুণ চিত্র তুলে ধরায় তাঁর জীবনহানি হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি৷ তাঁর অভিযোগ শোরগোল ফেলে গোটা দেশে৷ যদিও বিএসএফের তরফে জানানো হয়েছিল, জওয়ান মদ্যপ ও বিশৃঙ্খল৷ এ নিয়ে চলে বিস্তর চাপানউতোর৷ এরপরই বদলি করা হয় ওই জওয়ানকে৷ যদিও জওয়ানের স্ত্রীর অভিযোগ ছিল, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ সেনার তরফে জানিয়ে দেওয়া হয় সে অভিযোগ সঠিক নয়৷ স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে আইনের দ্বারস্থ হন তেজ বাহাদুরের স্ত্রী শর্মিলা যাদব৷ শুক্রবার দিল্লি হাই কোর্ট তাঁর আবেদন মঞ্জুর করেছে৷ জওয়ানের ব্যারাকে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন শর্মিলা৷ তবে এর মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি করেছে জওয়ানের ফেসবুকে থাকা পাক বন্ধুরা৷

বিশ্বের উচ্চতম বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে নাম তুললেন সুদর্শন

এর আগে অভিযোগ উঠেছিল যে, বিএসএফ জওয়ানের ফেসবুক প্রোফাইল তাঁর নিজের নিয়ন্ত্রণে নেই৷ যে ভিডিও পোস্ট হয়েছিল, তা তাঁর স্ত্রী করেছেন বলেও দাবি উঠেছিল৷ একজনের একাধিক প্রোফাইল থাকা ও অধিকাংশ বন্ধু পাকিস্তানের নাগরিক হওয়ায় সম্প্রতি আবার বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷ জওয়ানের কাজের পিছনে অন্য কারও মদত আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷

চালু হল দেশের প্রথম বিমান-রেস্তরাঁ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement