Advertisement
Advertisement

জম্মুতে পাক সেনার গুলিতে নিহত বিএসএফ জওয়ান

জওয়ানের পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন জম্মু জেলার অরনিয়া এবং আর এস পুরা অঞ্চলের ছ’জন বাসিন্দা৷

BSF Jawan Martyred as Pak violets ceasefire
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 2:09 pm
  • Updated:January 6, 2020 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ গতকাল রাত থেকে জম্মু এলাকায় অতর্কিতে হামলা চালায় পাক সেনাবাহিনী৷ এই ঘটনায় শহিদ হলেন এক ভারতীয় জওয়ান৷ পাশাপাশি, ঘটনায় আহত হয়েছেন ছ’জন স্থানীয় নাগরিক৷

জানা গিয়েছে, শহিদ জওয়ানের নাম জিতেন্দ্র কুমার৷ বিহারের মোতিহারির বাসিন্দা জিতেন্দ্র সেনাবাহিনীতে হেড কনস্টেবল পদে ছিলেন৷ জওয়ানের পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন জম্মু জেলার অরনিয়া এবং আর এস পুরা অঞ্চলের ছ’জন বাসিন্দা৷

Advertisement

সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায়৷ সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা প্রবল বোমাবর্ষণ করে বলে জানা গিয়েছে৷ প্রায় ১৫টি বপ এবং ২৯টি হ্যামলেটের মতো আগ্নেয়াস্ত্রও হামলার জন্য ব্যবহার করেছে পাকিস্তান৷ আর তাদের এই আক্রমণেই প্রাণ হারালেন জওয়ান জিতেন্দ্র৷

জিতেন্দ্রর পাশাপাশি সাব ইন্সপেক্টর এ কে উপাধ্যায়ও এই আক্রমণের জেরে গুরুতর জখম হয়েছেন বলে সেনাবাহিনী সূত্রে খবর৷ জম্মু এলাকার ১৬ জন বাসিন্দাও এই আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement