Advertisement
Advertisement

সীমান্তে ফের পাক সেনার বর্বরতা, গলা কেটে খুন ভারতীয় জওয়ানকে

ভারত-পাক সীমান্তে জারি রেড অ্যালার্ট।

BSF jawan beheaded by Pakistani soldiers in Jammu
Published by: Sayani Sen
  • Posted:September 19, 2018 6:34 pm
  • Updated:September 19, 2018 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে আবারও পাক সেনার বর্বরতা। জম্মুর আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার হল ভারতীয় জওয়ানের গলাকাটা দেহ। তাঁর দেহে মিলেছে ৩টি গুলির চিহ্ন। প্রায় ছ’ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন নরেন্দ্র কুমার নামে ওই জওয়ানের। ঘটনার পর থেকে ভারত-পাক সীমান্তে জারি হয়েছে রেড অ্যালার্ট।

[এনআরসি ইস্যুতে স্বস্তি বাদ পড়া নাগরিকদের, ফের করা যাবে আবেদন]

সেনা সূত্রে খবর, মঙ্গলবার ঘাস কাটতে সীমান্তের কাছে গিয়েছিলেন ভারতীয় জওয়ানরা। তখনই সকাল ১০.৪০ মিনিট নাগাদ গুলি চলে। ৬ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন বিএসএফের হেড কনস্টেবল নরেন্দ্র কুমার। বুধবার সকালে ঝুঁকি নিয়েই নিখোঁজ জওয়ানের সন্ধানে নামে বিএসএফ। তখনই জম্মুর রামগড় সেক্টরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে মেলে বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমারের গলাকাটা দেহ। তাঁর দেহ পড়ে ছিল সীমান্তের খুব কাছে। উদ্ধার হয় দেহ। তাঁর দেহে মিলেছে ৩টি গুলির চিহ্ন। ভারতীয় বাহিনী দেহ উদ্ধারে গেলে পালটা পাক রেঞ্জার্সদের গুলি চালানোর সম্ভাবনা তৈরি হয়৷ এর জেরে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় রেড অ্যালার্ট জারি হয়েছে।

[‘ভোটব্যাংকের জন্য তিন তালাক বিল নিয়ে ঢিলেমি করেছে কংগ্রেস’]

সেনার তরফে জানানো হয়েছে, এই প্রথম আন্তর্জাতিক সীমান্তে এমন নৃশংস খুনের ঘটনা ঘটল। বিষয়টি নিয়ে ভারতের ডিজিএমও পাকিস্তানের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে এই ঘটনা বেনজির। পাকিস্তানের কাছে এর তীব্র প্রতিবাদ জানানো হবে বলেও বিএসএফের তরফে স্পষ্ট করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement