সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বছর পর নির্বাচনী উৎসবে মেতেছে জম্মু ও কাশ্মীর। এরইমাঝে চলছে সন্ত্রাসের ষড়যন্ত্র। ফের উপত্যকায় অনুপ্রবেশের ছক পাক জঙ্গিদের। যদিও শেষ পর্যন্ত বিএসএফ-এর তৎপরতায় ভেস্তে গেল সে পরিকল্পনা। অনুপ্রবেশকারীরা পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
জানা গিয়েছে, শনিবার ভোররাত নাগাদ জম্মু আরএস পুরাতে ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল জঙ্গি। এমনটা যে হতে পারে সে বিষয়ে আগাম খবর ছিল বিএসএফের কাছে। সেইমতো ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে পড়তেই গুলি চালাতে শুরু করে বিএসএফ। জঙ্গলঘেঁষা ওই এলাকায় বিএসএফের গুলির সামনে পড়ে প্রথমে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে জঙ্গিরা। এর পর এলোপাথাড়ি গুলির সামনে পাকিস্তানের পালিয়ে যায় আততায়ীরা। এই অভিযানে একটি একে ৪৭ রাইফেল, ১৭ রাউন্ড গুলি, ২টি পিস্তল, ৪টে ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএসএফের মুখপাত্র জানান, আগ্নেয়াস্ত্র ছাড়াও ওই এলাকা থেকে নাশকতা ঘটানোর আরও একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি পাকিস্তানী ব্যাগ, ২৭০ পাকিস্তানী টাকা উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। প্রায় একদশক পর এই নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারে সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে জম্মু ও কাশ্মীরেরই রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা জায়গায় ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি। এহেন পরিস্থিতির মাঝে উপত্যকায় এই ধরনের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে নিরাপত্তাবাহিনীর। প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও বাকি দফাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
এদিকে উপত্যকার মাটিতে দাঁড়িয়ে জঙ্গিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। মোদি শাসনে উপত্যকায় সন্ত্রাস নিয়ন্ত্রণে দাবি করে শাহ বলেন, ‘উপত্যকায় আমরা এক এক জঙ্গিকে খুঁজে খুঁজে নিকেশ করেছি। কোনও জঙ্গি যদি পাথর ছোড়ে তাহলে জেল থেকে বের হওয়ার কোনও রাস্তা নেই। বিজেপি আপনাদের আশ্বস্ত করছে জম্মু ও কাশ্মীরে কোনও জঙ্গি প্রকাশ্যে আর ঘুরে বেড়াতে পারবে না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.