সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নাবালক-সহ পাঁচ পাক মৎস্যজীবীকে আটক করল বিএসএফ। কচ্ছের হারামি নালার কাছ থেকে শুক্রবার তাদের আটক করা হয়েছে। বিএসএফের এক আধিকারিক সিনিয়র অফিসার জানিয়েছেন, ধাওয়া করার সময় পাকিস্তানে পালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা। তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে সন্দেহজনক ছয়টি বোটও উদ্ধার করেছে বিএসএফ।
সূত্রের খবর, শুক্রবার রুটিন নজরদারির সময় পাক মৎস্যজীবীদের সন্দেহজনক গতিবিধি বিএসএসের নজরে আসে। মোটর লাগানো পাঁচটি পাক নৌকা দেখতে পেয়ে তাড়া করে বিএসএফ। বিএসএফের তাড়া খেয়ে অভিযুক্তরা পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। তাদের নৌকা-সহ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আরও একটি নৌকা ও দুজন মৎস্যজীবীকে ধরে সীমান্তরক্ষী বাহিনী। মনে করা হচ্ছে, পাক অধিকৃত সিন্ধের সুজওয়া থেকে নৌকাগুলি চরবৃত্তির জন্য ভারতের জলসীমায় প্রবেশ করেছিল। আটক মৎস্যজীবীদের জেরা করছে বিএসএফ।
বিএসএফ সূত্রে খবর, ধৃতদের নাম নিয়াজ, হুসেন গহ্বর, লং আলি, রাজীব আলি, ইয়াসিন রমজান। রয়েছে ১৭ বছরের এক কিশোরও। নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। বিএসএফের আধিকারিকরা জানাচ্ছেন, এই নিয়ে গত দু’মাসে আট পাক মৎসজীবী ও ১৪টি নৌকা আটক করা হয়েছে। স্বাভাবিকভাবেই চরবৃত্তির অভিযোগ মানতে চায়নি পাকিস্তান। বরং পালটা ৫৫ জন ভারতীয় মৎসজীবীকে আটক করেছে তারা। শুক্রবার রাতে কচ্ছের জাখুয়া থেকে ৯টি ভারতীয় নৌকাও আটক করেছে পাক নৌসেনা। সবমিলিয়ে গত এক সপ্তাহে ৭৯ জন ভারতীয় মৎসজীবী ও ১৩টি ভারতীয় বোট আটক করে রাখার অভিযোগ উঠেছে পাক মেরিনের বিরুদ্ধে, খবর সংবাদ সংস্থা এএনআইয়ের।
9 Indian boats & 55 Indian fishermen detained by Pakistan Marines near IMBL off Jakhau coast of Kutch last night. At least 13 Indian boats & 79 Indian fishermen have been detained by Pakistan Marine in a week.
— ANI (@ANI) November 11, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.