Advertisement
Advertisement

সীমান্তবর্তী এলাকায় বাড়ছে মুসলিম জনসংখ্যা, চিন্তায় বিএসএফ

উল্লেখযোগ্য ভাবে বাড়ছে মৌলবাদ৷

 BSF concerns about radicalisation of Muslim
Published by: Tanujit Das
  • Posted:December 1, 2018 4:43 pm
  • Updated:December 1, 2018 4:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য সম্প্রদায়ের তুলনায় রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে অস্বাভাবিকভাবে  বেড়েছে মুসলিম জনসংখ্যা৷ সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক রিপোর্ট বলছে গত কয়েক বছরে ওই এলাকাগুলিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ২০-২৫ শতাংশ৷ তুলনায় অন্যান্য সম্প্রদায়ের মানুষের সংখ্যা বৃদ্ধি হয়েছে ৮-১০ শতাংশ৷ যা একপ্রকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএসএফের৷ কারণ, লক্ষ্যণীয়ভাবে এই এলাকাগুলিতেই ছড়াতে শুরু করেছে উগ্র মৌলবাদ, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একদমই ইতিবাচক নয় বলে আশঙ্কা বিএসএফ আধিকারিকদের৷

[খুন করে মায়ের দেহ আঁকড়ে ৭ ঘণ্টা শুয়ে রইল ছেলে]

Advertisement

বিএসএফ সূত্রে খবর, এই প্রবণতা দেখা গিয়েছে রাজস্থানের জয়সলমের-সহ একাধিক সীমান্তবর্তী এলাকায়৷ ঐতিহ্যবাহী রাজস্থানি সংস্কৃতি ছেড়ে সেখানকার বাসিন্দারা ধীরে ধীরে ঝুঁকতে শুরু করেছেন আরবি সংস্কৃতির দিকে৷ ব্যবহার করতে শুরু করেছেন আরবি পোশাক এবং মানতে শুরু করেছেন আরবি রীতি৷ এমনকী, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌলবিদের আনাগোনাও বেড়েছে ওই অঞ্চলগুলিতে৷ ফলে, দেশের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন নিরাপত্তারক্ষীরা৷ পাশাপাশি, এই রিপোর্টেই বলা হয়েছে যে, এখনও পর্যন্ত কোনও দেশবিরোধী কাজের তথ্য-প্রমাণ পাওয়া যায়নি ওই এলাকাগুলিতে৷ মেলেনি পাকিস্তানের প্রতি আনুগত্যের আভাসও৷ কিন্তু, এখন প্রমাণ মেলেনি বলেই যে ভবিষ্যতে মিলবে না, একথা জোর দিয়ে বলতে পারছেন না বিএসএফ আধিকারিকরা৷ তাঁদের আশঙ্কা, একটা সময় পর এই ভাবধারাকেই ওই অঞ্চলের মানুষের মগজধোলাইয়ের কাজে লাগাতে পারে জঙ্গি সংগঠনগুলি৷

[শান্তি চাইলে ধর্মনিরপেক্ষ হতে হবে পাকিস্তানকে, কড়া বার্তা সেনাপ্রধান রাওয়াতের]

এখানেই শেষ নয়, বিএসএফের ওই রিপোর্টেই আরও বলা হয়েছে যে, একদিকে যেমন জয়সলমেরের মতো সীমান্তবর্তী এলাকায় মৌলবাদের প্রসার ঘটছে, তেমনই মোহনগ্রাম, নাছনা, পোখরানের মতো এলাকায় বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রভাবও৷ ওই অঞ্চলের গ্রামগুলিতে দিনে দিনে বাড়ছে এই সমস্ত সংগঠনের সদস্য সংখ্যা৷ ফলে রাজস্থানের সীমান্তবর্তী এলাকার মানুষের এই সাংস্কৃতিক বিবর্তনই ভাবাচ্ছে নিরাপত্তারক্ষীদের৷ তাঁদের আশঙ্কা, মৌলবাদ হোক বা উগ্র হিন্দুত্ববাদ কোনওটাই দেশের পক্ষে ভাল নয়৷ কারণ, মৌলবাদ যেমন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পরিপন্থী, তেমনই উগ্র হিন্দুত্ববাদও সাম্প্রদায়িক স্থিতাবস্থা নষ্টের অন্যতম কারণ হয়ে উঠতে পারে৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement