ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে সন্ত্রাস প্রসঙ্গে বরাবরই গা বাঁচিয়ে এসেছে পাকিস্তান৷ পাক সেনাদের সমর্থনেই যে ভারতে জঙ্গি ঢুকছে এ অভিযোগ বারবার উঠেছে৷ এবার সীমান্ত থেকে গ্রেফতার করা হল এক প্রাক্তন পাক সেনাকে৷
মঙ্গলবার ভারত-পাক সীমান্তে সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন সীমান্তরক্ষীরা৷ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান সেনারা৷ চলে তল্লাশি৷ যদিও ঘন কুয়াশার কারণে খোঁজে খানিকটা বাধা পড়ে৷ তবু ক্ষান্ত হয়নি সেনা৷ বিএসএফের বিশেষ বাহিনীর দক্ষতায় হাতেনাতে পাকড়াও হয় একজন৷ জানা যায়, মহম্মদ বক্স নামে এই ব্যক্তি প্রাক্তন পাক সেনা৷ রামগড় সেক্টর থেকে গ্রেফতার করা হয় তাকে৷
ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে বরাবরই পাক সেনার মদতের অভিযোগ তুলেছে ভারত৷ যদিও তা অস্বীকার করেছে পাকিস্তান৷ এবার হাতেনাতে পাক সেনা পাকড়াও হওয়ায় ভারতের সন্ত্রাসে পাক যোগ প্রায় জলের মতোই স্পষ্ট হল৷ বড় কোনও নাশকতার ছক ছিল এমনটাই অনুমান বিএসএফের৷ ধৃত পাক সেনাকে জেরা করেই সন্ত্রাসীদের কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য মিলবে এমনটাই আশা সেনার৷
J&K: BSF arrests retired Pakistan Army person at International Border in Ramgarh sector
— ANI (@ANI_news) December 13, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.