সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক হিংসার ঘটনায় বিধবাকে খোরপোশ দেবে দেওর বা ভাসুর। গার্হস্থ্য হিংসা সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
মামলার শুনানিতে এই সংক্রান্ত আইনটির বিস্তারিত ব্যাখ্যা করেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। জানান, যৌথ পরিবারে স্বামীর অবর্তমানে যদি পারিবারিক হিংসার ঘটনা ঘটে। তাহলে নির্যাতিতা ও তাঁর সন্তান শ্বশুরবাড়ির যে কোনও উপার্জনক্ষম পুরুষের কাছে ভরণপোষণের জন্য অর্থের দাবি জানাতে পারবেন।
এর আগে এই মামলায় একই রায় দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানার হাই কোর্ট। পানিপথের একটি যৌথ পরিবারে বসবাস করতেন এক মহিলা। সেখানে তাঁর স্বামী নিজের ভাইয়ের সঙ্গে একটি মুদিখানা দোকান চালাতেন। প্রতিমাসে যা লাভ হত তা দু’জনে ভাগ করে নিতেন। কিন্তু, ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর দেওর একাই দোকান চালাতে শুরু করেন। বউদিকে কোনও টাকাই দিত না। বাধ্য হয়ে ওই মহিলা তাঁর ও সন্তানের ভরণপোষণের জন্য প্রতিমাসে একটা টাকা দাবি করেন।
কিন্তু, তাঁর দেওর তা দিতে রাজি হননি। বাধ্য হয়ে আদালতে মামলা করেন ওই মহিলা। মামলাটি পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে উঠলে বিচারপতিরা ওই মহিলাকে প্রতি মাসে চার হাজার ও তাঁর সন্তানকে দু’হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন। হাই কোর্টের এই নির্দেশ মানতে চাননি ওই মহিলার দেওর। তাই সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু, পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রায়কে বহাল রাখল ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, যৌথ পরিবারের ক্ষেত্রে বিধবা মহিলাকে শ্বশুরবাড়ির উপার্জনক্ষম পুরুষের খোরপোশ দেওয়ার নিদান গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইনেই আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.