সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসে যোগ দিয়েছেন প্যারিস অলিম্পিকের কুস্তিগির ভিনেশ ফোগাট। পেয়ে গিয়েছেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট। আর তার পরই তাঁকে আক্রমণ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ ও কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। প্যারিস অলিম্পিকের ফাইনালে নামার স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশের। তাঁকেই ‘প্রতারক’ বলে তোপ দাগলেন ব্রিজভূষণ।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি ভিনেশ ফোগাটের কাছে জানতে চাই, কোনও খেলোয়াড় কি একদিনে দুটো ক্যাটাগরিতে ট্রায়াল দিতে পারে? ওজন নেওয়ার পর পাঁচঘণ্টা পর্যন্ত সেই ট্রায়াল থমকে রাখা যায়? আপনি কুস্তিতে জিততে পারেননি। কিন্তু সেখানে আপনি প্রতারণা করে পৌঁছেছিলেন। ঈশ্বর শাস্তি দিয়েছেন আপনাকে।”
সেই সঙ্গে ব্রিজভূষণের আরও তোপ, ”ভিনেশের অলিম্পিকে যাওয়ারই যোগ্যতা ছিল না। যাঁর কাছে ট্রায়ালে হেরেছিলেন, তাঁর জায়গা দখল করে অলিম্পিকে যান ঝামেলা পাকিয়ে। তাই যা হয়েছে ঠিকই হয়েছে। ওঁর এটাই প্রাপ্য।” কেবল ভিনেশই নয়, ব্রিজভূষণ তোপ দেগেছেন বজরং পুনিয়াকেও। তাঁর অভিযোগ, তারকা পুরুষ কুস্তিগির এশিয়ান গেমসে খেলতে গিয়েছিলেন ট্রায়াল না দিয়েই।
প্রসঙ্গত, মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে তাঁর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কুস্তিগিররা। যে প্রতিবাদের প্রধান মুখ ছিলেন ভিনেশ, বজরং ও সাক্ষী। এদিকে অলিম্পিকে হারলেও দেশে ফিরে ‘চ্যাম্পিয়ন’-এর সম্মানই পেয়েছেন ভিনেশ। তিনি কংগ্রেসে যোগ দেওয়ায় গুঞ্জন ছিল প্রার্থী হওয়া নিয়ে। শুক্রবার সেই গুঞ্জনেই আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়ে। তার আগে রেলের চাকরি থেকেও ইস্তফা দেন তিনি। তার আগে শম্ভু সীমান্তে কৃষকদের অবস্থানে যোগ দিয়েছিলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেন ভিনেশ। সেখানে ছিলেন বজরং পুনিয়াও। তিনিও নাম লিখিয়েছেন হাত শিবিরে। যদিও প্রার্থী হননি। আর তার পরই তাঁদের কাঠগড়ায় তুললেন ব্রিজভূষণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.