Advertisement
Advertisement

Breaking News

বিয়ের ৯ দিন আগেই হবু জামাইয়ের সঙ্গে পালালেন কনের মা! সঙ্গে নিয়ে গেলেন নগদ-গয়নাও

এই ঘটনায় ঢি ঢি পড়ে গিয়েছে এলাকায়। মাথায় হাত দুই পরিবারের। 

Bride’s mom elopes with groom, along with cash & jewellery days before wedding
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 9, 2025 8:31 pm
  • Updated:April 9, 2025 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের বিয়ের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। জোর কদমে চলছে প্রস্তুতি। বাড়িতে আনাগোনা শুরু হয়েছে আত্মীয়স্বজনদের। এর মাঝেই হবু জামাইয়ের সঙ্গে পালালেন শাশুড়ি! শুধু তাই কুড়ি বছরের মেয়ের প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়ার আগে নগদ আড়াই লক্ষ টাকা ও বিয়ের গয়নাগাটিও নিয়ে চলে গিয়েছেন ওই মহিলা। অভিযোগ এমনই। এই ঘটনায় ঢি ঢি পড়ে গিয়েছে এলাকায়। মাথায় হাত দুই পরিবারের। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের আলিগড় জেলার মদ্রক গ্রামের। আগামী ১৬ এপ্রিল মেয়েটির বিয়ের দিন ঠিক করা হয়েছিল। দুই বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল জোর কদমে। নিমন্ত্রণের কার্ডও সকলকে দেওয়া হয়ে গিয়েছিল। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে হবু বর বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার বলেন বিয়ের কিছু কেনাকেটা বাকি আছে। পরে তিনি বাবাকে ফোন করে জানান, “আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না।” অন্যদিকে, প্রায় একই সময় মেয়ের বাড়িতেও দেখা যায় মায়ের দেখা নেই। দুই বাড়ির মধ্যে ফোনে কথা হয়। ধীরে ধীরে দুয়ে দুয়ে চার করে ফেলেন সকলে। বোঝা যায় দু’জনে একসঙ্গেই বেপাত্তা।

এরপর পুলিশের দ্বারস্থ হন মেয়েটির বাবা। পুলিশের কাছে অভিযোগ জানান, দাদন থানা এলাকার একটি গ্রামের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই হবু জামাই প্রায়শই কনের বাড়িতে আসতেন। গোপনে কথাও বলতেন হবু শাশুড়ির সঙ্গে। এমনকী হবু শাশুড়িকে কয়েকদিন আগে মোবাইল ফোনও উপহার দেন। কিন্তু তখন কারও মনে সন্দেহ জাগেনি। রবিবার বাড়িতে খোঁজাখুঁজি শুরু হলে দেখা যায় আলমারিতে রাখা টাকা-গয়নাও সব উধাও। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তাদের সন্দেহ, উত্তরাখণ্ডে যেখানে যুবক কাজ করেন সেখানেই পালিয়ে গিয়ে থাকতে পারেন দু’জনে। তাঁদের খোঁজে একটি দল পাঠানো হয়েছে। স্থানীয় বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুই পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub