সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের সময় পাতে পড়েনি গো-মাংস৷ এই অজুহাতে বিয়ের এক সপ্তাহের মধ্যেই নববধূকে ‘তালাক’ দেওয়ার হুমকি দিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরেইচ জেলায়৷
[কোণঠাসা উত্তর কোরিয়া, এবার আমেরিকার পাশে দাঁড়াল চিনও]
এপ্রিল মাসের ২২ তারিখই ধুমধাম করে বিয়ে হয়েছিল আফসানার৷ মেয়ের বিয়ের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি সালারি৷ কিন্তু তাও সন্তুষ্ট করতে পারেননি মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে৷ কিছুদিন আগেই বিয়ের পরবর্তীকালের কিছু নিয়ম পালন করতে মেয়ের শ্বশুরবাড়ি যান তিনি৷ অভিযোগ, তখনই মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা স্ব-মূর্তি ধারণ করে৷ তাঁরা বলেন বিয়েতে ঠিক মতো সৎকার করা হয়নি তাদের৷ এমনকী পাতে ন্যূনতম গো-মাংসও দেওয়া হয়নি৷ এতে নাকি তাঁরা ভীষণই অপমানিত বোধ করেছেন৷ এই কারণেই আফসানাকে ‘তালাক’ দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়৷
সালারি জানান, বিয়ের আগেই পণ নিয়ে দুই পক্ষের কথাবার্তা হয়ে গিয়েছিল৷ সে কথা মতোই পণ দিয়েওছিলেন তিনি৷ কিন্তু বিয়ের পর আরও পণ চাইছে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা৷ সে জন্যই তারা এমনটা করছে বলে অভিযোগ৷ এই সমস্যার সমাধানের জন্য গ্রামের মোড়লদের কাছে গিয়েছিলেন তিনি৷ এদিকে আফসানা ও তাঁর ভাই নাসিম বাহরেইচ পুলিশ স্টেশনে পুরো বিষয়টি জানান৷ নববধূর আর্জি পুলিশ কানেই তোলেনি৷ বরং তাঁদের এক পুলিশ স্টেশন থেকে আরেক পুলিশ স্টেশনে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷
[এবার Paytm-এর মাধ্যমে সোনা কিনুন মাত্র ১ টাকায়]
কোনও দিকেই কোনও কূল-কিনারা না পেয়ে এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাহায্য চান আফসানা ও সালারি৷ তাঁদের আশা, তিনিই একমাত্র পারেন এই সমস্যার সমাধান করতে৷ একমাত্র তাঁর কথাতেই হবে কাজ৷ তিনিই পারবেন আফসানার হৃত সম্মান পুনরুদ্ধার করতে৷ তাঁকে শ্বশুরবাড়িতে মর্যাদার সঙ্গে ফিরিয়ে দিতে৷
[চুলের ছাঁট হতে হবে ‘যোগী’র মতো, নির্দেশ উত্তরপ্রদেশের স্কুলে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.