Advertisement
Advertisement

চর্মরোগ নেই, প্রমাণ দিতে বিয়ের আসরেই নগ্ন কনে

নতুন জীবন শুরুর আগে যে তীব্র অপমান ও বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিজা, তা আরও একবার নারীসমাজের মাথা হেঁট করে দিল৷

Bride strips on wedding dais to debunk skin disease allegations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 10:20 am
  • Updated:May 15, 2017 10:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ সমাজে যুগে যুগে সীতাদের অগ্নিপরীক্ষা দিয়ে আসতে হয়েছে! একবিংশ শতাব্দীতে এসেও সেই ছবির কোনও পরিবর্তন ঘটল না৷ নিজেকে সৎ প্রমাণ করতে ভরা মণ্ডপে এবার পোশাক খুলতে হল বিয়ের কনেকে৷ এমনই নক্ক্যারজনক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবা জেলায়৷

নতুন জীবন শুরুর আগে অনেক স্বপ্ন ছিল তরুণী তিজার৷ কিন্তু তার আগেই ঘটল অঘটন৷ জানা যাচ্ছে, পুলিশের সম্মতিতেই নাকি এই ঘটনা ঘটে৷ কনেকে দিতে হল তরতাজা ত্বকের প্রমাণ৷ এখনও পর্যন্ত দেশের ‘বিয়ের বাজারে’ ‘সুশ্রী, ফর্সা’ মেয়েদের কদর বেশি৷ কিন্তু পাত্র থুড়ি সোনার আংটি বাঁকা না ভাঙা, তা নিয়ে পুরুষতান্ত্রিক সমাজ আজও মাথা ঘামায় না৷ তেমনই সব সদর্থক দিক দেখেশুনেই বিয়ে ঠিক হয়েছিল এই তরুণীরও৷ আচমকাই ছড়িয়ে পড়ল গুজব৷ কনের চর্মরোগ রয়েছে৷ তাহলে করণীয় কী? শ্বশুরবাড়ির আত্মীয়াদের সামনে একটি ঘরে নগ্ন হতে বাধ্য করা হল তাঁকে৷ তিজা অবশেষে প্রমাণ করতে পারেন, তাঁর কোনও চর্মরোগ নেই৷ নিজেদের ভুল স্বীকার করে পরে আবার লিখিতভাবে ক্ষমা চায় পাত্রপক্ষ৷

Advertisement

পাত্রী তিজাকে বিয়ে করতে এসেছিল পাত্র জয়হিন্দ৷ কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরুর মুখেই গণ্ডগোল৷ ইচ্ছাকৃতভাবে গুজব রটিয়ে দেওয়া হয়, হবু কনের শ্বেতীর মতো চর্মরোগ রয়েছে৷ চর্মরোগ থাকা মেয়েকে কিছুতেই বিয়ে করতে রাজি হয়নি জয়হিন্দ৷ বেঁকে বসে পাত্রপক্ষ৷ কারণ কনের কোনও খুঁত তাঁদের কাম্য নয়৷ পাত্রীর পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষ থেকে বারবার চর্মরোগের কথা অস্বীকার করা হলে তা মানতে রাজি হয়নি জয়হিন্দের পরিবার৷ বাধ্য হয়ে পুলিশে খবর দেয় পাত্রীপক্ষ৷ পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের মধ্যস্থতায় পাশের একটি ছোট ঘরে পাত্রের আত্মীয়াদের সামনে তাই পোশাক খুলতে বাধ্য হন তিজা৷ মেয়ের বিয়ের কথা ভেবে পাত্রপক্ষের বিরু‌দ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন তিজার বাবা৷ কিন্তু নতুন জীবন শুরুর আগে যে তীব্র অপমান ও বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিজা, তা যেন আরও একবার নারীসমাজের মাথা হেঁট করে দিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement