Advertisement
Advertisement
Bihar

বিহারে চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠি, পিকের বিরুদ্ধে উস্কানির অভিযোগে মামলা

পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও কারচুপির অভিযোগ চাকরিপ্রার্থীদের।

BPSC protest in Bihar, case registered against Prashant Kishore
Published by: Amit Kumar Das
  • Posted:December 30, 2024 10:01 am
  • Updated:December 30, 2024 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস ও কারচুপির অভিযোগ। দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামা চাকরিপ্রার্থীদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী পাটনা। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলা দায়ের হয়েছে অজ্ঞাতপরিচয় অন্তত ৬০০ জনের বিরুদ্ধে।

চাকরির পরীক্ষায় বেনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে গত ১৩ ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার দাবি জানান। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পড়ুয়াদের সেই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। এই অবস্থায় পড়ুয়াদের পাশে দাঁড়ান প্রশান্ত কিশোর হয়, বিহারের বিরোধী শিবির। রবিবার রাতে প্রশান্ত কিশোরের নেতৃত্বে পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে পদযাত্রা বের করেন পড়ুয়ারা। ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোতে থাকলে তাঁদের আটকাতে শক্তি প্রয়োগ করে পুলিশ। প্রথমে জলকামান ও পরে পড়ুয়াদের উপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়। রাস্তায় ফেলে পড়ুয়াদের বেলাগাম মারধর করা হয়। এই ঘটনাতেই প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

Advertisement

পুলিশের দাবি, পাটনার গান্ধী ময়দানে জমায়েতের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলে পিকে। তবে তাঁর সে আবেদন মঞ্জুর করা হয়নি। এর পর পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে তাঁর নেতৃত্বে হাজার হাজার পড়ুয়া জমায়েত করে গান্ধী ময়দানে। এবং মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে মিছিল বের করা হয়। তাঁদের আটকাতে পদক্ষেপ নেয় পুলিশ। যদিও লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাটনা সেন্ট্রালের পুলিশ সুপার। তিনি বলেন, পড়ুয়াদের কাছে অনুরোধ করা হয়েছিল। তাঁরা যেন তাঁদের দাবি আমাদের কাছে রাখেন। তবে পড়ুয়ারা অনড় থাকায় তাঁদের আটকাতে জলকামান ছোড়া হয়েছে।

এদিকে বিহার সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রশান্ত কিশোরের অভিযোগ, ‘দীর্ঘ দিন ধরে বিহারে চাকরির পরীক্ষাতে কারচুপি চলছে। বছরের পর বছর ধরে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে। এবার এর শেষ দেখা দরকার। একজোট হয়ে পড়ুয়াদের এবার লড়তে হবে।’ একইসঙ্গে তিনি জানান, ‘সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। ব্যক্তিগত প্রয়োজনে উনি (নীতীশ কুমার) বার বার দিল্লি যেতে পারেন অথচ একবার ছাত্রদের সঙ্গে দেখা করার সময় নেই ওনার।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement