Advertisement
Advertisement

Breaking News

বিপিএল তালিকাভুক্ত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলল ১৭ কোটি টাকা

দারিদ্র্যসীমার নিচে থাকা এই ব্যক্তির কাছে ১৭ কোটি টাকা কীভাবে এল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে৷

BPL man deposits Rs 17 crore, Income-Tax dept grills him
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 9:15 am
  • Updated:January 3, 2017 9:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ৫০ দিন কেটে গিয়েছে ইতিমধ্যেই৷ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কালো টাকা উদ্ধারের কাজ অব্যাহত৷ সম্প্রতি হায়দরাবাদ থেকে আবারও উদ্ধার হল ১৭ কোটি কালো টাকা৷ বিপিএল তালিকার অন্তর্ভুক্ত এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ তদন্তের খাতিরে আয়কর বিভাগের পক্ষ থেকে ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে৷

জানা গিয়েছে, দারিদ্র্র সীমার নিচে থাকা এই ব্যক্তির কাছে ১৭ কোটি টাকা কীভাবে এল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে৷ যদিও টাকার উৎস সম্পর্কে সঠিকভাবে কিছু জানাতে পারেননি তিনি৷

Advertisement

আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাসে প্রথম ওই অ্যাকাউন্ট খোলেন ব্যক্তি৷ অ্যাকাউন্ট খোলার পরই ৩ কোটি টাকা জমা করা হয়েছিল সেখানে৷ এরপর গত বছর ৮ নভেম্বর নোট বাতিল ঘোষণা করা হলে, ব্যক্তির অ্যাকাউন্টে মোট ১৪ কোটি জমা করা হয়৷ সব টাকাই বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটে জমা করা হয়েছিল বলে খবর৷ কিন্তু খুব আশ্চর্যভাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল বলেও জানানো হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে৷ এই ঘটনার পিছনে অন্য কোনও রাঘব বোয়ালের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আয়কর বিভাগ৷ রহস্যের সন্ধান পেতে কয়েক কোটি টাকার মালিক ‘দরিদ্র’ ব্যক্তিকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন আয়কর আধিকারিকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement