ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে স্কুলের ছাত্রদের গ্রুপ। আর সেখানে অশ্লীল মেসেজের ছড়াছড়ি। অনুমতি ছাড়াই বান্ধবীদের ছবি পোস্ট করা, আর তা নিয়ে নানান অশ্লীল আলোচনা। এমনকী, ধর্ষণকে আইনি করে দেওয়ারও দাবি জানিয়েছেন কেউ কেউ। যাতে স্কুলের বান্ধবীদের ধর্ষণ করতে পারে তারা। ইনস্টগ্রামের একটি গ্রুপের চ্যাটের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই সোস্যাল মিডিয়া জুড়ে ঢিঁঢিঁ পড়ে যায়। আপাতত গ্রুপটিকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে সেই গ্রুপের সদস্যদের গ্রেপ্তারির দাবি জানিয়ে
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে দিল্লি মহিলা কমিশন।
জানা গিয়েছে, দিল্লির নামজাদা কয়েকটি স্কুলের কিশোররা ওই গ্রুপের সদস্য ছিল।নাম, #BoysLockerRoom। সেখানে একাধিক মেয়ের ছবি পোস্ট করা হত। তা নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করা হত। ক্লাসের ছাত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ইচ্ছেও প্রকাশ করত তারা। রাজি না হলে যৌন নির্যাতনের ইচ্ছে প্রকাশ করত ওরা। এমনকী, তাদের ধর্ষণ করারও হুমকি দেওয়া হত।
রবিবার সেই পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায়। এরপরই বিতর্কের ঝড় ওঠে। দিল্লি মহিলা কমিশনের চেয়্যারম্যান স্বাতী মালওয়ালি ওই কিশোরদের গ্রেপ্তারির
দাবিতে সরব হন। স্বাতী জানান, দিল্লি পুলিশ ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে তারা নোটিশ পাঠিয়েছে। দিল্লি পুলিশ ওই গ্রুপের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে। জানা গিয়েছে, যারা ওই গ্রুপের তথ্য প্রকাশ্যে আনতে চেয়েছে, তাদের নানাভাবে হুমকি দিত গ্রুপের সদস্যরা।
why are “boys locker room” chats so normalised? how is it okay to comment cheaply on a girl’s physical appearance? this should not be normalised. an incident took place today which makes me feel unsafe as a woman. i stand against it, action should be taken.
— anuvaa (@anuvaa1) May 3, 2020
It all narrows down to the fact that they feel they can easily fet away with this, and that’s why don’t think twice before doing such stuff. “Remove your dp, change your username & bio” “Report her stories” “Give her rape threats”. (1/4) #boyslockerroom
— Tanya (@tanyadubeyy) May 3, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.