ছবি: প্রতীকী
ভোপাল: মর্মান্তিক! সাদা কাপড়ে মোড়া ছোট্ট দেহ। বেরিয়ে আছে ছোট একটি হাত। মাথা শোয়ানো দাদার কোলে। যার বয়স মাত্র আট! নোংরা রাস্তার ধারে দেওয়ালে হেলান দিয়ে বসে সেই শিশু। কোলে দুবছরের ভাইয়ের দেহ। চরম অসহায়তা ও মর্মান্তিক দৃশ্যের সাক্ষী রইল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনা। শনিবার স্থানীয় সাংবাদিকের তোলা ছবি ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, আট বছরের শিশুটির নাম গুলশন। কোলে মৃত শিশুর নাম রাজা। আর তাদের বাবা পূজারাম জাতভ তখন হন্যে হয়ে গাড়ির খোঁজে, যাতে তাদের নিয়ে বাড়ি ফিরতে পারেন। ভোপাল থেকে ৪৫০ কিমি দূরে মোরেনা হাসপাতালে রাজাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন অম্বার বাদফরা গ্রামের বাসিন্দা পূজারাম। কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
গাড়ি বা অ্যাম্বুল্যান্সের জন্য চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের বারবার অনুরোধ করলেও তাঁরা কান দেননি। বাইরে দাঁড়ানো এক অ্যাম্বুল্যান্স চালক দেড় হাজার টাকা দাবি করেন, যা পূজারামের সাধ্যের বাইরে। তিনি গুলশনকে রেখে মোরেনার নেহরু পার্কের সামনে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাতে সামর্থ্যের মধ্যে গাড়ির ব্যবস্থা করতে পারেন।
প্রায় আধ ঘণ্টা ভাইয়ের দেহ কোলে নিয়ে বসেছিল গুলশন। ভাইয়ের দেহের উপর তখন মাছি ভনভন করছে। ভিড় করে দাঁড়িয়ে পড়ে লোকজন। তারাই খবর দেয় কর্তৃপক্ষকে। পরে পুলিশ অফিসার যোগেন্দ্র সিংয়ের হস্তক্ষেপে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা হয়।
In Morena this child sitting on the roadsidewith the body of a 2yearold brother in his lap is an 8year old innocent GulshanDuring this his father Pujram kept wandering for the vehicle This incident of mp is a stigma not only for the government but also for our society and India pic.twitter.com/d9v7Q1qbNR
— Pooja Shrotriya ਪੂਜਾ ਸ਼੍ਰੋਤ੍ਰਿਯ पूजा श्रोत्रिय (@poojashrotriya1) July 10, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.