ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপ্রহারের কবলে পড়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কিশোর! সেই মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, এত কিছু ঘটে গিয়েছে মাত্র ২০ টাকার জন্য! গত রবিবার রাতে যোগীরাজ্যের এটোয়াতে ছোট্টু নামের ওই কিশোর এক দোকানদারকে ২০ টাকা দিতে পারেনি। এরপরই তাকে মারধর করা হয়। মারের চোটে জখমও হয় ওই কিশোর। এরপরই পরিস্থিতি থেকে বাঁচতে সে ছুটে যায় রেললাইনে। বুক পেতে দেয় ট্রেনের সামনে। সকলের চোখের সামনেই আত্মহত্যা করে।
In Etawah peeved at being publicly thrashed for failing to pay Rs 20 he owed to a shopkeeper, a boy runs, stands before a train that fatally knocks him down. Suicide caught on camera. pic.twitter.com/tvfzFq0ifo
— Haidar Naqvi🇮🇳 (@haidarpur) December 14, 2022
স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় বিতর্ক তুঙ্গে। ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? সেখান দেখা যাচ্ছে ছেলেটি দৌড়ে দৌড়ে রেললাইনে এসে দাঁড়াচ্ছে। তারপর দুই হাত তুলে অপেক্ষা করছে ট্রেনের জন্য। বিদ্যুদ্বেগে ট্রেনটি ছুটে আসে। তারপর কার্যতই দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায় ওই কিশোর। সহজেই অনুমেয় কী বীভৎস মৃত্যুর মুখে পড়েছিল ছোট্টু।
ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। প্রশ্ন উঠেছে, একজন নাবালককে এভাবে নিগ্রহ করার ক্ষেত্রে প্রশাসন কী পদক্ষেপ করবে? জানা যাচ্ছে, সাত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউই গ্রেপ্তার হননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.