Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

দীর্ঘ পথ পেরিয়ে জল আনেন মা, কষ্ট লাঘবে বাড়ির সামনেই কুয়ো খুঁড়ল কিশোর

এমন অভাবনীয় মাতৃভক্তির নিদর্শন পেয়ে আপ্লুত জেলা প্রশাসন।

Boy digs well near home for mother's convenience। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:May 4, 2023 8:06 pm
  • Updated:May 4, 2023 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা দীর্ঘ পথ পেরিয়ে জল নিয়ে আসেন। যা দেখে মনখারাপ হয়ে যেত কিশোর পুত্রের। শেষপর্যন্ত একার জেদে বাড়ির সামনেই কুয়ো খুঁড়ে ফেলল নবম শ্রেণির ছেলেটি। স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে (Palghar) শোরগোল পড়ে গিয়েছে। এমন অভাবনীয় মাতৃভক্তির নিদর্শন পেয়ে আপ্লুত জেলা প্রশাসন। বৃহস্পতিবার ছেলেটির হাতে তুলে দেওয়া হল ১১ হাজার টাকা। পাশাপাশি ওই পরিবারকে শবরী আবাস যোজনায় একটি বাড়িও বানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছ প্রশাসন।

ঠিক কী হয়েছিল? প্রণব সালকর উপজাতিদের গ্রাম ধাভাঙ্গে পাড়ায় থাকে। প্রায়ই সে দেখতে পেত মা দীর্ঘ পথ পেরিয়ে জল আনতে যাচ্ছেন হাতে কলসি নিয়ে। যা দেখে খুব মনোকষ্ট হত তার। শেষ পর্যন্ত মায়ের ক্লান্তি লাঘব করতে অসাধ্য সাধনই করে বসল সে। বাড়ির একদম কাছেই খুঁড়ে ফেলল আস্ত কুয়ো। দ্রুত খবর ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসন তাকে পুরস্কৃত করেছে ১১ হাজার টাকা দিয়ে।

Advertisement

[আরও পড়ুন: লন্ডনে ভারতবিরোধী বিক্ষোভ! মায়ের শেষকৃত্যের জন্য মোদির কাছে ক্ষমাভিক্ষা কাশ্মীরি নেতার]

জেলা পরিষদের সভাপতি সালকর রামায়ণের উদাহরণ দিয়েছেন। মহাকাব্যে বর্ণিত শ্রাবণকুমার, যে নিজের দৃষ্টিহীন অভিভাবকদের নিজের কাঁধে চড়িয়ে তীর্থে যেত, তার সঙ্গেই তুলনা করা হয়েছে প্রণবের। মায়ের প্রতি ওই কিশোরের ভালবাসা এক নিদর্শন হয়ে থাকবে এবং সকলকে অনুপ্রাণিত করবে বলেই দাবি করেছেন তিনি।

[আরও পড়ুন: শুক্রবার বুদ্ধপূর্ণিমাতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement