Advertisement
Advertisement

Breaking News

Assam

ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, দেহ বস্তায়! গ্রেপ্তার ১৭ বছরের কিশোর

পকসো আইনেও মামলা অভিযুক্তের বিরুদ্ধে।

Boy Arrested For Rape And Murder Of 6 Year Old Girl In Assam | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:January 31, 2024 2:18 pm
  • Updated:January 31, 2024 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির বাইরে খেলছিল ৬ বছরের শিশুকন্যা। সেখান থেকে এক সময় উধাও হয়ে যায়। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। পরদিন শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। ওই শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। মঙ্গলবার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের বারপেটা জেলায়। নাবালকের নৃশংসতায় হতবাক পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ জানুয়ারি বারপেটা জেলার বাঘবার মৌরিপাম থেকে শিশুকন্যার দেহ উদ্ধার হয়েছে। নিজের গ্রামের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সতেরো বছরের নাবালকের বিরুদ্ধে। ২৬ জানুয়ারি সন্ধেবেলা বাড়ির কাছে খেলছিল শিশুটি। সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে গভীর রাতে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযুক্তের বাড়িতে একটি বস্তার ভিতর থেকে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল।

Advertisement

 

[আরও পড়ুন: নতুন সংসদ ভবনে প্রথম সম্ভাষণ, রাষ্ট্রপতি মুর্মুর মুখে রামমন্দির থেকে তিন তালাক]

তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ১৭ বছরের যুবককে। নিম্ন আদালতে তোলা হলে তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। পুলিশ কর্তা মামনি হাজারিকা জানিয়েছেন, খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। খুনের মামলা ছাড়াও পকসো আইনে মামলা করা হয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।

 

[আরও পড়ুন: অস্ত্র হাতে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা! রুখে দাঁড়ালেন লাদাখের মেষপালকেরা, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement